X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বিনা উসকানিতে ইস্যু তৈরির জন্য পুলিশের ওপর হামলা: মনিরুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ১৯:৪৯

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম (ছবি: সংগৃহীত) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, বিনা উসকানিতে শুধু ইস্যু তৈরির জন্য পুলিশের ওপর হামলা করা হয়েছে। পুলিশকে প্রতিপক্ষ না ভেবে শান্তিপূর্ণভাবে বিএনপি নেতাকর্মীদের তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে বুধবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
বুধবার বিকালে নাইটিঙ্গেল রেস্টুরেন্টের মোড়ে পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত দুদিন ধরে বিএনপির মনোনয়নপত্র বিক্রি শান্তিপূর্ণ ছিল। আমাদের ৮-১০ পুলিশ সদস্য সেখানে ছিলেন। আমাদের পক্ষ থেকে বারবার রাস্তা খালি করে যান চলাচল করতে দেওয়ার কথা বলা হচ্ছিল।’

তিনি বলেন, ‘আজকে (বুধবার) বেলা সোয়া একটার দিকে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়ে রাস্তা বন্ধ করে দেয়। আমাদের ৭-৮ জন পুলিশ সদস্য নেতাকর্মীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করেন। কিন্তু তারা অনুরোধ না শুনে পুলিশ সদস্যদের ওপর চড়াও হয়। তখন পাশে থাকা আমাদের পেট্রোল টিম এগিয়ে আসে। তারাও হামলার শিকার হয়। আমাদের ১৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

মনিরুল ইসলাম বলেন, ‘বিনা উসকানিতে শুধু ইস্যু তৈরি করার জন্য পুলিশের ওপর হামলা করা হয়েছে।’ পুলিশকে প্রতিপক্ষ না ভেবে শান্তিপূর্ণভাবে বিএনপি নেতাকর্মীদের তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:
যে কারণে নয়াপল্টনে পুলিশ-বিএনপি সংঘর্ষ

 

 

/আরজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই