X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ছেলে হত্যা মামলায় নূরুজ্জামান কাজল ৩ দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:২৩

বাসা থেকে বের করা হচ্ছে নূরুজ্জামান কাজলকে (ফাইল ছবি)

রাজধানীর বাংলামোটরে শিশু সন্তান সাফায়াত হত্যা মামলায় বাবা নূরুজ্জামান কাজলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিকালে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল রিমান্ডের এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) চম্পক চক্রবর্তী আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র আরও জানায়, আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, ‘মামলাটি খুনের অভিযোগে দায়ের করা হয়েছে। মামলার বাদী নিহতের মা চার মাস আগে স্বামী ও দুই সন্তানকে রেখে বাড়ি ছেড়ে চলে যান। তাকে ফিরে আসার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হলেও তিনি আসেননি। এখন এসে মামলা করেছেন। সন্তান মারা যাওয়ায় আসামি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এ ছাড়া, মগবাজারে বাবার বাড়ি লিখে দেওয়া নিয়ে আসামির সঙ্গে তার স্ত্রী ও ভাই-বোনের ঝামেলা চলছে। সবকিছু মিলিয়ে আসামি অসুস্থ। তার চিকিৎসা দরকার। এজন্য রিমান্ড বাতিল করে তার জামিন চাইছি আমি।’

অন্যদিকে, রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মাহমুদুল হক।

গতকাল বুধবার (৫ ডিসেম্বর) বাংলামোটরের ১৬ লিংকরোডে একটি বাসায় অভিযান চালিয়ে শিশু সাফায়াতের মরদেহ উদ্ধার ও তার বাবা নুরুজ্জামান কাজলকে আটক করে পুলিশ। এসময় কাজলের বড় ছেলে উদ্ধার করে মায়ের জিম্মায় দেওয়া হয়। এরপর রাতে সাফায়াতের মা মালিহা আক্তার প্রিয়া বাদী হয়ে কাজলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

 

/টিএইচ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
কারিনাকে নিজ পরিবারে স্বাগত জানালেন প্রিয়াঙ্কা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী