X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ডিজিটাল পদ্ধতি সরকারি কর্মকর্তাদের বদলে দিয়েছে: আতিউর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল পদ্ধতি দেশের সরকারি কর্মকর্তাদের অনেক বদলে দিয়েছে। দেশ ডিজিটাল হওয়ার পর সবার মন-মানসিকতা বদলের সঙ্গে সঙ্গে আর্থ-সামাজিক পরিবেশের অনেক উন্নয়ন ঘটেছে। বঙ্গবন্ধুকন্যার দূরদর্শীতার কারণে আমরা অনেক সুযোগ-সুবিধা ভোগ করছি।’ বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এসডিজি বাস্তবায়নে দলিত ও সমতলের আদিবাসী যুবকদের ব্যবসায় নিয়োজিত করার জন্য ‘আমরা উদ্যোক্তা’ প্ল্যাটফম’র উদ্বোধনি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আতিউর রহমান বলেন, ‘এসডিজি বাস্তবায়ন করে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী মনোভাব এবং নির্বাচনি ওয়াদার অংশ। দেশের উন্নয়নের জন্য তৈরি করা প্রতিটি প্রকল্পেই সাধারণ মানুষের কথা রাখা হয়েছে।’

বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, ‘ব্যবসা-বাণিজ্য আজ দেশের মানুষের হাতের মুঠোয় ঘোরাঘুরি করছে। সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রামের মেয়েরাও আজ ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগিয়ে ব্যবসা করছেন। মোবাইলে যোগাযোগ করছেন, দাম-দর ঠিক করে বিকাশে টাকা পাঠাচ্ছেন, ব্যাংকে লেনদেন করছেন নির্দিধায়। কোনও ঝক্কি ঝামেলায় পড়তে হচ্ছে না। আগে এমন ব্যবস্থা ছিল না। বিশেষ করে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর, এই সুবিধা মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। ডিজিটাল সুবিধার জন্য দেশে প্রায় ১০ লাখ এজেন্ট হয়েছে ব্যাংকিং খাতে। দেশের সর্বস্তরে মানুষ এ সুবিধা নিচ্ছে। কৃষক আজ ঘরে বসে তার বিক্রিত পণ্যের অর্থ পাচ্ছে। লেনদেন করতে আর তাকে হাটে হাটে যেতে হচ্ছে না। বাড়িতে বসেই সব করতে পারছে দেশ ডিজিটালাইজ হওয়ার কারণে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক সচিব ও এনডিসি ড. নমিতা হালদার, সাবেক রাষ্ট্রদূত আব্দুল হান্নান, সমাজসেবা অধিদফতরের পরিচালক যুগ্ম সচিব আব্দুল্লাহ আল মামুন ও অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল প্রমুখ।

 

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু