X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রেসিডেন্সিয়াল, ভিকারুননিসা ও ধানমন্ডি বয়েজ স্কুলে কমেছে জিপিএ-৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১১আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬

ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থীদের উল্লাস রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুননিসা নূন স্কুলে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুলে পিইসিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। জেএসসিতে একজন ছাড়া সকলেই পাস করেছে। তবে এসব শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা তুলনামূলক কমেছে।
রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ- ৫ পেয়েছে ২৪০ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৯৮ জন। শতভাগ পাস করেছে। প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৯৯ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩০০ জন। জিপিএ-৫ পায়নি একজন।
রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল বিগ্রেডিয়ার জেনারেল আশফাক ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, রেজাল্ট শতভাগ জিপিএ- ৫ চেয়েছি, শতভাগ পাস চাইনি। আমরা ভবিষ্যতে এই চেষ্টাটাই করবো যাতে শতভাগ জিপিএ-৫ হয়।
রিমি আখতার নামে একজন অভিভাবক বলেন, ছেলের ফলাফলে আমি খুশি। সৃজনশীল প্রশ্নের কোনও নির্দিষ্ট ধরন নেই। যে কারণে প্রশ্ন কী রকম আসবে তা বোঝা যায় না। এ কারণে শিক্ষার্থীদের ওপর চাপ বেশি পড়ে। এবার এই কারণে বাংলা পরীক্ষায় বেশির ভাগ শিক্ষার্থী এ প্লাস পায়নি।এছাড়া সৃজনশীল প্রশ্ন থাকায় এক এক শিক্ষকের নম্বর দেওয়ার মনমানসিকতা একেক রকম।শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেও জানা যায়, সার্বিক ফলাফলে তারাও সন্তুষ্ট।
ভিকারুননিসা নূন স্কুল
ভিকারুননিসা নূন স্কুলে পিইসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৮৩ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৮৩ জন। শতভাগ পাস করেছে। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ২৩ জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৯৭১ জন।
স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগম বলেন, ‘আগের তুলনায় এবার পিইসিতে জিপিএ-৫ কম হয়েছে। কারণ এবার অবজেকটিভ ছিল না৷ ফলে সে তুলনায় ফলাফল ভালো হয়েছে। গতবার জিপিএ-৫ ছিল শতকরা ৯৫ ভাগ। এবার তা ৮৫ দশমিক ৬০ ভাগ। তিনি বলেন, জেএসসিতেও একেই অবস্থা। চতুর্থ বিষয় না থাকায় এই অবস্থা হয়েছে। তবে সব মিলিয়ে আমাদের ফল ভালো।’

ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল
ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুলে পিইসিতে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে জেএসসি পরীক্ষায় একজন ছাড়া সকলেই পাস করেছে। কিন্তু জিপিএ-৫ তুলনামূলকভাবে কম। পিইসি পরীক্ষায় সরকারি ইউনিটে মোট পরীক্ষার্থী ৬১ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। ধানমন্ডি গভ বয়েজ হাই স্কুল সংযুক্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিইসিতে পরীক্ষার্থীর সংখ্যা ১৯৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪১ জন। অন্যদিকে জেএসসিতে পরীক্ষার্থীর সংখ্যা ৩২২জন। এর মধ্যে পাস করেছে ৩২১ জন এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪৮ জন। একজন পাস করতে না পারায় পাসের হার ৯৯ দশমিক ৬৯ শতাংশ।
জিপিএ-৫ কম পাওয়ায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পিইসির ফল সন্তোষজনক কিন্তু জেএসসির ফল সন্তোষজনক না। আমরা আরও ভালো করতে চাই। আরও জিপিএ-৫ পেলে ভালো হতো। আবার এটাও ভাবি, ব্যাপক শিক্ষার্থী জিপিএ-৫ না পেলে তাদের কি চাপ দেওয়া ঠিক হবে? আমি নিজেই সন্দিহান। সব বিষয়ে কি এ প্লাস পেতে হবে? সবাই কি এক? যা হয়েছে আপাতত সন্তোষজনক বলতে পারি। পরবর্তীতে একটি পরিকল্পনা হাতে নেবো।’

/এসও/এসএনএস/ওআর/
সম্পর্কিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার