X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

অবিরাম কাজ করে যাও, জীবনে সফল হবেই: বিএসএমএমইউ উপাচার্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ২১:০৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:০৭

নিউরো সার্জারি বিভাগ থেকে কনক কান্তি বড়ুয়াকে বিদায় সংবর্ধনা জানান এ বিভাগে তার সহকর্মীরা সততা ও নৈতিকতার প্রতি অটুট থেকে অবিরাম কাজ করে যাও, জীবনে সফল হবেই। কাজের ক্ষেত্রে ‘না’ করো না— এ কথাগুলো বলেছেন বিএসএমএমইউ-এর উপাচার্য ও অধ্যাপক অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) নিউরো সার্জারি বিভাগ থেকে অবসর গ্রহণ উপলক্ষে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় একথা বলেন তিনি। নিউরো সার্জারি বিভাগ এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘প্রকৃতপক্ষে শর্টকার্ট বলে কিছু নেই। নিউরো সার্জারিতে এই কথাটি আরও বেশি গুরুত্ব বহন করে।’

তিনি বলেন, ‘অকর্ম জীবনকে উপভোগ্য করে তুলো। ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বৃহত্তর স্বার্থের জন্য নিজেকে উৎসর্গ করতে হবে।’

উপাচার্য গভীর শ্রদ্ধার সঙ্গে তার প্রিয় শিক্ষকদের নাম উল্লেখ করে বলেন, ‘সবার সহযোগিতা ছাড়া জীবনের এই পর্যায়ে পৌঁছাতে পারতাম না।’

তিনি তার বক্তব্যে প্রত্যেকের সৃজনশীল প্রতিভা কাজে লাগানোর আহ্বান জানান। নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ডা. আখলাক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সাবেক মন্ত্রী, বাংলাদেশ সাম্যবাদী দল ও ১৪ দলের অন্যতম নেতা দিলীপ বড়ুয়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান,  বিএসএমএমইউ এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. শাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার আব্দুল্লাহ আল হারুন,পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আবু নাসার রিজভী এবং উপাচার্যের স্ত্রী সহযোগী অধ্যাপক ডা. শিউলী চৌধুরী প্রমুখ।

নিজ বিভাগ থেকে বিদায় নিলেও উপাচার্যের পদে থাকছেন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি এর আগে এই বিভাগে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি সার্জারি অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন।

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
উপজেলা নির্বাচন অর্থ ও সময়ের অপচয় মাত্র: সাইফুল হক
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
৮ নন্দিত শিল্পীকে নিয়ে আসিফ ইকবালের ‘ঐশ্বর্য’
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
ফসল উৎপাদনে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দিচ্ছে: কৃষিমন্ত্রী
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
মানবাধিকার সমুন্নত রেখে জনগণকে সেবা দিতে আইজিপির নির্দেশ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল