X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

বিনা অপারেশনে হৃদরোগ চিকিৎসায় ‘সাওল’ এর ১০ বছর পূর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০১৯, ১৯:১৫আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৯:১৭

সাওল- এর ১০ বছর উদযাপন

বিনা অপারেশনে এবং রিং ছাড়া হৃদরোগ চিকিৎসার পথিকৃত সাওল হার্ট সেন্টার বাংলাদেশ ‘সফলতার ১০ বছর’ শ্লোগানে উদযাপন করেছে তাদের দশম প্রতিষ্ঠা বার্ষিকী। বুধবার (৯ জানুয়ারি) ২৬ ইস্কাটন গার্ডেন রোডে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন সাওল বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা কবি মোহন রায়হান।

তিনি বলেন, ‘সাওল চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে চালু ও গ্রহণযোগ্য করে তোলা ছিল বিরাট চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জে বিজয়ী হয়েছি। ৩০ হাজারের বেশি হার্টের রোগীকে আমরা সাওল পদ্ধতিতে গত ১০ বছরে সুস্থ রেখেছি।’

মোহন রায়হান বলেন, ‘‘আমরা বিনা তেলে খাবারের ‘অয়েল ফ্রি কিচেন ও ক্যাফে’ প্রতিষ্ঠা করে স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবারের হোম ডেলিভারি এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা করেছি। এছাড়া, হার্ট, ইয়োগা, ডায়েটের ফ্রি সেমিনার আয়োজন করে এবং  খাদ্যাভ্যাস ও জীবনধারা পরিবর্তনের মাধ্যমে মানুষকে সুস্থ রাখার সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছি।’’

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কনসালটেন্ট সার্জন জেনারেল বিজয় কুমার সরকার বলেন, ‘‘ আমি একজন ডাক্তার হিসেবে এই চিকিৎসা পদ্ধতির জনক আমেরিকার কিংবদন্তি চিকিৎসক ডা. ডিন অর্নিশের ‘রিভার্সাল হার্ট ডিজিস’ বইটি পড়ে নিজে কনভিন্স হয়ে এই পদ্ধতির একজন সমর্থক হয়েছি। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সাওল আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেছি।’’

অনুষ্ঠানের বিশেষ অতিথি  ডাকসুর সাবেক ভিপি ও গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান বলেন, ‘সাওলের এই বিজ্ঞান সম্মত সফল হৃদরোগ চিকিৎসা পদ্ধতি দেশব্যাপী তৃণমূলে পৌঁছে দিয়ে সুবিধা বঞ্চিত মানুষকে এই সুযোগের অংশীদার করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— সাওল হার্ট সেন্টার বাংলাদেশের সিনিয়র কনসালটেন্ট ডা. এমএম রহমান, চট্টগ্রাম শাখায় কনসালটেন্ট ডা. ফারহান আহমেদ ইমন এবং প্রফেসর ডা. মাহমুদুল হক চৌধুরী। দিবসটি পালন উপলক্ষে ঢাকায় ও চট্টগ্রামে  দিনব্যাপী ফ্রি চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। উভয় শাখায় দুই শতাধিক রোগী এই সুবিধা গ্রহণ করেন।

/টিওয়াই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!