X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জালিয়াতির অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৯, ২২:৪৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২২:৫২

হাইকোর্ট

জাল, জালিয়াতি ও প্রতারণা করে ভুয়া দলিলের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুই আইনজীবীর বিরুদ্ধে আনীত তিন মামলার কার্যক্রম চলবে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। তারা হলেন, আইনজীবী মো. মোগল মোল্লা ও মো. আবদুল বাতেন মোল্লা।

রবিবার (২০ জানুয়ারী) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পূর্বের জারিকৃত রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ওমর ফারুক। আর আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. কামরুল ইসলাম। 

ঘটনার বিবরণী থেকে জানা গেছে, এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় খিলগাঁও থানাধীন বরুয়া মৌজার থেকে ৩.৩০ একর ভূমি অধিগ্রহণ করে। পরে সেখান থেকে তিনজনকে ক্ষতিগ্রস্ত দেখিয়ে তিনটি চেকের মাধ্যমে অফিসের কর্মকর্তাদের সহায়তায় ৮৮ লাখ ৪০ হাজার ১০১ টাকা আত্মসাৎ করেন দুই আইনজীবী মো. মোগল মোল্লা ও মো. আবদুল বাতেন মোল্লা। তিন ব্যক্তির অ্যাকাউন্ট খোলাসহ ভুয়া দলিলের মাধ্যমে টাকাগুলো আত্মসাৎ করেন ওই দুই আইনজীবী। পরে এ অভিযোগে দুদকের উপ-সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে কোতয়ালি থানায় ২০১৬ সালের আগস্ট মাসে মোট ৯ জনকে আসামি করে তিনটি মামলা দায়ের করেন। 
এরপর ২০১৮ সালের ৯ মে অভিযোগ শুনানি শেষে এই দুই আসামিকে অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-১। পরে সে অব্যাহতি আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন মামলা দায়ের করে। সে রিভিশন আবেদনের শুনানি শেষে অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে মামলা চলার বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট। ফলে তাদের বিরুদ্ধে দুর্নীতির তিন মামলা চলতে আর কোনও বাধা থাকলো না।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী