X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

জামায়াত নিঃসন্দেহে একটি ঘাতক রাজনৈতিক দল: দুদু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৬

শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘৭২-এর সংবিধান যদি পরিবর্তন হয়ে থাকে, তাহলে এখন জামায়াতের অস্তিত্ব থাকে কী করে? তাহলে তাদের রাখা হয়েছে! বর্তমান সরকার রেখেছে। এ দায় বর্তমান সরকারের। স্বাভাবিক কারণে আমি মনে করি, জামায়াত নিঃসন্দেহে একটি ঘাতক রাজনৈতিক দল। জামায়াতের দায় একা বিএনপি নেবে কেন? সব রাজনৈতিক দলকে নিতে হবে।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।

এ সময় শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘আওয়ামী লীগের উচিত জামায়াতকে রাজনীতিতে রাখার এই দায়ের কথা জাতির কাছে স্বীকার করা। নির্বাচন কমিশন শুধু জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। এক্ষেত্রে দায়ের বিষয়টি সুরাহা হওয়া উচিত। আমরা কোনও জনপ্রিয়তা হারাইনি। হারালে তো মধ্যরাতে নির্বাচন হতো না।’

মুক্তিযুদ্ধের পর জামায়াতের রাজনীতিতে আসা প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, ‘জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ শুধু জামায়াতকে দেননি। ৭৫-এর ১৫ আগস্টের পর ৭৬-এ যখন বিভিন্ন রাজনৈতিক দল পুনর্জীবিত হয় তখন আওয়ামী লীগ, জাসদ, সিপিবি, ন্যাপ (মোজাফফর),  ন্যাপ-সহ (ভাসানি) সব রাজনৈতিক দলের সঙ্গে জামায়াতও রাজনীতির সুযোগ পায়। তারা সেই সুযোগ পায় ইসলামিক ডেমোক্রেটিক লীগের নামে। তারা নির্বাচনও করে ৭৯-তে এবং তারা বেশ কয়েকটি আসন সংসদে পায়। তারা এসেছে ভিন্ন নামে।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল-আলম লেনিন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবীর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ও বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।

ছবি: নাসিরুল ইসলাম

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী