X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

‘বিএসএমএমইউ-তে আনা হচ্ছে না খালেদা জিয়াকে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৩:৫৬আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৭:৪০

বিএসএমএমইউতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএসএমএমইউ এর পরিচালক আব্দুল্লাহ আল হারুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হচ্ছে না বলে জানিয়েছেন বিএসএমএমইউ’র পরিচালক আব্দুল্লাহ আল হারুন। রবিবার (১০ মার্চ) দুপুরে বিএসএমএমইউ’র কেবিন ব্লকের সামনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আব্দুল্লাহ আল হারুন বলেন, ‘কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন আজকে খালেদা জিয়াকে বিএসএমএমইউ’তে আনা হচ্ছে না। আমরা প্রস্তুত ছিলাম, মেডিক্যাল বোর্ড প্রস্তুত ছিল, কেবিনও প্রস্তুত ছিল। সব রোগীর জন্য বিএসএমএমইউ প্রস্তুত থাকে।’
বিএসএমএমইউ পরিচালক আরও বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ড সেখানে গিয়েছিলেন। এর আগে তার যে চিকিৎসা দেওয়া হয়েছিল তার ফলোআপ হিসেবে আজকে আসার কথা ছিল তার।’
বিএসএমএমইউ পরিচালকের বক্তব্যের পর বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। হুইল চেয়ারে বসার যে পাদানি থাকে, সেখানেও ঠিকমতো বসতে পারেন না। তার চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসক এফএম সিদ্দিকী কারাগারে গিয়েছিলেন। সেখানে স্পষ্ট করে বলেছেন, বেসরকারি ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার যে বিশেষজ্ঞ ডাক্তাররা আছেন, তাদের অধীনে চিকিৎসা নিতে। তাকে পিজিতেই আনতে হবে এমন তো কথা নেই।’

ডা. ফরহাদ হালিম ডোনার আরও বলেন, ‘এ দেশে অনেকেই আছেন যারা প্যারোলে বিদেশে গিয়ে চিকিৎসা নিয়েছেন, এখনও যাচ্ছেন।’
খালেদা জিয়া চিকিৎসার জন্য প্যারোলের আবেদন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনি প্যারোলে মুক্তি নিতে যাবেন কিনা সেটা তার ব্যাপার। তিনি তো দেশেই চিকিৎসা পাচ্ছেন না, প্যারোলে মুক্তি তো পরের কথা।’
এর আগে সকালে বিএসএমএমইউ পরিচালক আব্দুল্লাহ আল হারুন বাংলা ট্রিবিউনকে জানিয়েছিলেন, খালেদা জিয়াকে বিএসএমএমইউ’তে আনা হতে পারে।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানিয়েছিলেন, খালেদা জিয়া চাইলে তাকে বিএসএমএমইউ’তে নেওয়া হবে।’
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন খালেদা জিয়া।

 

 

/এএইচআর/টিওয়াই/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী