X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রান্সকমের চেয়ারম্যানকে দেওয়া ‘ভুয়া’ চিঠির বিষয়ে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৯, ১৪:২০আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৪:২২

সুপ্রিম কোর্ট

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে প্রথমে নোটিশ দেয়  দুদক। এরপর স্বাক্ষর, স্মারক ও তারিখ ছাড়াই ২৫ ফর্দে কথিত চিঠির মাধ্যমে তার কাছে তথ্য চাওয়া হয়।এর বিরুদ্ধে দায়ের করা রিটের নিষ্পত্তিসহ চিঠিটি দুদক দিয়েছে কিনা বা এটি মিথ্যা অভিযোগ কিনা, সে বিষয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি দুদকের তদন্তকারী কর্মকর্তার টেলিফোন কল লিস্টের অভিযোগের বিষয়টি দুদক চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেন আদালত। 

মঙ্গলবার (১২ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে লতিফুর রহমানের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল ইসলাম সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার মাহবুব শফিক। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

এর আগে গত ৭ মার্চ এ মামলার শুনানিতে দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান আদালতকে জানিয়েছিলেন, অবৈধ উপায়ে অর্থ সংগ্রহের অভিযোগে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুর রহমানকে দেওয়া কথিত ‘চিঠি’টি দুদকের নয়।

প্রসঙ্গত, দুদকের পক্ষে গত বছরের ১১ অক্টোবর ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও সিইও লতিফুর রহমানকে একটি নোটিশ দেয় দুদক। ওই নোটিশে তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ট্রান্সকম গ্রুপভুক্ত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ভ্যাট ইত্যাদি ফাঁকি দিয়ে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও  বিদেশে অর্থপাচার এবং অবৈধ উপায়ে জমি দখলে রাখার অভিযোগ করা হয়। ওই বছরের ১৮ অক্টোবর লতিফুর রহমানকে দুদকে হাজির হতে বলা হয়। দুদকের উপ- পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. নাসির উদ্দিন নোটিশে স্বাক্ষর করেন। লতিফুর রহমান নির্ধারিত তারিখে দুদকে হাজিরও হয়েছিলেন।

পরে আবারও  লতিফুর রহমানের কাছে স্বাক্ষর, স্মারক ও তারিখ ছাড়া ২৫ ফর্দে বিভিন্ন বিষয়ে হিসাব চাওয়া হয়। এরপর এই চিঠিকে চ্যালেঞ্জ করে গত ৩ মার্চ হাইকোর্টে রিট দাখিল করা হয়। লতিফুর রহমানের পক্ষে আদালতে খান মো. শাহাদাত হোসেন রিটটি দায়ের করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
দায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা দিবস আজদায়িত্ব পালনকালে কতটা সুরক্ষা পাচ্ছেন পুলিশ সদস্যরা
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
শাহীনের বোলিংয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তানের সিরিজ ভাগাভাগি
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু