X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

শ্যামলীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদ আইন ও সালিশ কেন্দ্রের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ১৮:১৩আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১৮:১৭

আইন ও সালিশ কেন্দ্র

পুনর্বাসনের ব্যবস্থা না করে এবং উচ্চ আদালতের নির্দেশনা না মেনে রাজধানীর শ্যামলীতে  গণপূর্ত মন্ত্রণালয়ের বস্তি উচ্ছেদ কার্যক্রমের প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।

বৃহস্পতিবার (১৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।

শ্যামলীতে বস্তি উচ্ছেদের ক্ষেত্রে উচ্চ আদালতের স্থগিতাদেশ ছিল। তা সত্ত্বেও  উচ্ছেদ কার্যক্রম চালানোর কারণে সেখানে বসবাসরত কয়েকশ’ মানুষ বাস্তুহীন হয়ে পড়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে শ্যামলীতে বস্তি উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।  সেখানকার বাসিন্দাদেরকে মালামাল নিয়ে বস্তি ছেড়ে যেতে বলা হয়।  উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, বস্তি উচ্ছেদ করা হবে— আগেই তা মাইকিং করা হয়েছে। অন্যদিকে বস্তিবাসীর দাবি, কোনও ধরনের মাইকিং বা নোটিশ সম্পর্কে তারা অবগত নন। ঘটনাস্থলে উপস্থিত আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধির কাছে তারা এ দাবি করেন।

এ সময় আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধিদল উচ্চ আদালতের নির্দেশনা সম্পর্কিত স্থগিতাদেশটি অভিযানের দায়িত্বে  থাকা ম্যাজিস্ট্রেটকে দেখালে তিনি জানান, এ ধরনের আইনগত নির্দেশনা সম্পর্কে তিনি অবগত নন। তিনি কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ করছেন।

শ্যামলী বস্তিতে বসবাসরত ছিন্নমূল নাগরিকদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় উচ্চ আদালত ২০১৭ সালে বস্তিবাসীদের পক্ষে স্থগিতাদেশ দেন। সর্বশেষ গত ৬ ফেব্রুয়ারি (২০১৯) আদালত পরবর্তী ছয় মাস উচ্ছেদ না করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দেন। এরপরও বস্তি উচ্ছেদ পরিচালনা করায় আইন ও সালিশ কেন্দ্র এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে এভাবে বস্তি উচ্ছেদ জনগণের সাংবিধানিক অধিকারের লঙ্ঘন এবং আদালতের নির্দেশনার সুষ্পষ্ট অবমাননা। এ উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে