X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাসে নেই নুর ও লিটন নন্দী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৯, ১৩:১৪আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১৬:০৭

বিভিন্ন প্যানেলের বিক্ষোভ মিছিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃতফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রতিদ্বন্দ্বিতাকারী পাঁচ প্যানেলের প্রার্থী ও সমর্থকরা। তবে মিছিলে ছিলেন না ডাকসুর সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও প্রগতিশীল জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী ভিপি প্রার্থী লিটন নন্দী। এমনকি তাদের কেউই ক্যাম্পাসেও নেই। পরিবারের সদস্যের অসুস্থতার কারণে দুজনই মিছিলে আসতে পারেননি বলে জানা গেছে।
সোমবার (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে রাজু ভাস্কর্য থেকে বিভিন্ন প্যানেলের প্রতিনিধি সমর্থকদের নিয়ে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের কলাভবন, গ্রন্থাগার, মধুর ক্যান্টিন, ব্যবসা অনুষদসহ বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি ভিসি কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে। স্বতন্ত্র ভিপি প্রার্থী অরণি সেমন্তি খান, স্বতন্ত্র জিএস প্রার্থী এ.আর.এম. আসিফুর রহমান, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জিএস প্রার্থী মোহাম্মদ রাশেদ খান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতাকারী উম্মে হাবিবা বেনজির, প্রগতিশীল ছাত্রজোটের জিএস প্রার্থী ফয়সাল মাহবুব মিছিলে নেতৃত্ব দেন।

রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের অবস্থান মিছিল শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী আন্দোলনকারীরা ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেন। বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করার অনুমতি না মেলায় তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে পারেননি।

এদিকে বোন অসুস্থ থাকায় কর্মসূচিতে অংশ নিতে পারেননি ডাকসুর ভিপি নুরুল হক নুর। তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে আমান নামে একজন ফোন রিসিভ করেন। আমান জানান, আজ সম্ভবত বের হবে না। ওর (নুর) বোন একটু অসুস্থ।

রাশেদ খান বলেন, নুর শারীরিকভাবে খুবই অসুস্থ। তাই আসবে না। এছাড়া সে তো তার অবস্থান রবিবার (১৭ মার্চ) পরিষ্কার করেছে, তাই তার না আসার অন্য কোনও কারণ নেই।

উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান এছাড়া মা অসুস্থ থাকায় মিছিলে অংশ নিতে না পারলেও প্যানেলগুলোর কর্মসূচিতে অংশ নেবেন বলে জানিয়েছেন লিটন নন্দী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার মায়ের ব্লাডপ্রেসার বেড়ে যাওয়ায় তাকে নিয়ে হাসপাতালে এসেছি। মিছিলে যেতে পারিনি। কর্মসূচিতে অংশ নেবো।’

গতকাল রবিবার (১৭ মার্চ) ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া পাঁচ প্যানেলের প্রতিনিধিরা। তাদের দাবির মধ্যে রয়েছে, জালিয়াতির ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ঘোষণা, ভিসির পদত্যাগ দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার ও হামলাকারীদের শাস্তি প্রদান। তবে সোমবার সরেজমিন দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা স্বাভাবিক ছিল। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতির হারও ছিল স্বাভাবিক।

 

আরও পড়ুন:

ঢাবিতে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক

/এসও/আরজে/ইউআই/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সেন্ট জোসেফ স্কুলে তিন দিনব্যাপী লিট ফেস্টিভ্যাল শুরু
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
সর্বশেষ খবর
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা