X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

রাজশাহী ও চট্টগ্রাম ডেন্টাল ইউনিট পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ০৪:০৬আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৪:১৩

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ‘শিগগিরই রাজশাহী ও চট্টগ্রাম ডেন্টাল ইউনিট পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ হবে। এছাড়া প্রথমে একটি ডেন্টাল ইনস্টিটিউট এবং পরে একটি ডেন্টাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।’  বুধবার (২০ মার্চ) ‘ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দিবসটি উপলক্ষে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘উন্নত দেশে ছোটবেলা থেকেই শিশুদের দাঁতের পরিচর্যার শিক্ষা দেওয়া হয়। বাংলাদেশেও শিশুদের দাঁতের পরিচর্যা সম্পর্কে সচেতন করে তুলতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ধীরে ধীরে স্বাস্থ্য-সচেতন হচ্ছে। এর প্রমাণ বাংলাদেশের গড় আয়ু ভারতের চেয়ে বেশি। বাংলাদেশে ৭২ বছর, ভারতে ৬৭ বছর।’

তিনি তামাকজাত পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বলেন, ‘তামাকজাত পণ্য ব্যবহারের কারণে মুখগহ্বরের ক্যানসার বেশি হয়। তাই আমরা যদি তামাকজাত পণ্য থেকে দূরে থাকতে পারি তাহলে এই রোগ থেকে রক্ষা পাব।’

তিনি আরও বলেন, ‘দেশের ক্যানসার রোগীদের সুচিকিৎসায় প্রত্যেকটি বিভাগে ক্যানসার ও কিডনি হাসপাতাল প্রতিষ্ঠিত হবে।’

অনুষ্ঠানে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব ও ঢাকা ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডা. হুমায়ুন কবির বুলবুল বলেন, ‘বিশ্বমানের ডেন্টিস্ট্রি গড়ার প্রত্যয় নিয়ে ৫৮ বছরের বেশি সময়ের এ পেশায় যে রেনেসাঁর (নব জাগরণ) সূচনা হয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ডেন্টাল সোসাইটি দিবসটি পালন করছে। মুখগহ্বরের অসুস্থতা শুধু সেখানেই সীমাবদ্ধ থাকে না, সার্বিক স্বাস্থ্যের জন্যেই তা হতে পারে মারাত্মক হুমকির কারণ। সারা বিশ্বে প্রতিনিয়ত অগণিত মানুষ শুধুমাত্র মুখগহ্বরের সঠিক যত্ন না নেওয়ার কারণে নানাবিধ শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে তার পরিবার, সমাজ তথা রাষ্ট্রের কাছে বোঝা হিসেবে পরিগণিত হচ্ছে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ডা. মো. হাবিবে মিল্লাত, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান,  সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কাশেম প্রমুখ। সম্মেলনে সারা দেশ থেকে তিন হাজারের বেশি ডেন্টাল সার্জন, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন।

দিবসটি উপলক্ষে বিআইসিসি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া শিশুদের দাঁত ব্রাশ করার প্রক্রিয়া শেখানো হয়। এ সময় বলা হয়, শুধুমাত্র নিয়মিত ব্রাশের মাধ্যমে ৮০ শতাংশ দাঁতের রোগ দূর করা সম্ভব। আর দেশের প্রতি ১০ জন শিশুর মধ্যে দুজন দাঁতের রোগে আক্রান্ত।

 

/টিওয়াই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
বঙ্গবন্ধু শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন: এমপি কাজী নাবিল
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
ত্যাগের মহিমায় স্বামী বিবেকানন্দ মানবসেবা করে গেছেন: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা