X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

প্রতি জেলায় একটি করে কিডনি ও ক্যান্সার হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৮:০২আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৮:০২

প্রতি জেলায় একটি করে কিডনি ও ক্যান্সার হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যখাতের উন্নতির জন্য দেশের প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘প্রতি জেলায় একটি করে কিডনি ও ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে। প্রতিটি হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও যন্ত্রপাতি নিশ্চিত করা হবে।’

বৃহস্পতিবার (২১ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি (ওএসবি) এর ৪৬তম বার্ষিক সাধারণ সভা ও জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘বাংলাদেশে এখন ভিটামিন-এ জনিত অন্ধত্বের হার অনেক কমেছে। অর্থনৈতিক অবস্থা ভাল হওয়ায় মানুষ পুষ্টিকর খাবার খেতে পারেন। অন্ধত্ব দূরীকরণে এবং চক্ষু চিকিৎসা সেবায় চক্ষু চিকিৎসকদের নিরলস কার্যক্রম দেশবাসীর উপকারে আসছে।’

তিনি আরও বলেন, ‘চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয়, অনেক ইনস্টিটিউট ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে। অচিরেই ১০ হাজার নতুন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। চিকিৎসকদের পদোন্নতি দেওয়া হবে।’

শহীদ ডা. আলীম চৌধুরীর সম্মানে অনুষ্ঠানে আলীম মেমোরিয়াল লেকচার প্রদান করেন ইন্ডিয়ার তামিলনাড়ুর অরবিন্দ আই কেয়ার সিস্টেমের চেয়ারম্যান ডা. আর দি রভিন্দ্রন। ডা. রভিন্দ্রন ক্যাটারেক্ট সার্জারিতে উন্নত প্রযুক্তি ও ইনফেকশন কন্ট্রোল বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও ডা. মো. শারফুদ্দিন আহমেদকে আলীম মেমোরিয়াল গোল্ড মেডেল প্রদান করা হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক প্রাক্তন উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, এশিয়া প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির প্রেসিডেন্ট ইলেক্ট আভা হোসেন, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দীন মোহাম্মদ নূরুল হক।  বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতি (ওএসবি)-এর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

 

 

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
কানাডার স্টেডিয়ামে রেকর্ড গড়লেন দিলজিৎ
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
এমন গরমেও ক্লাস করেছেন শিক্ষার্থীরা (ফটো স্টোরি)
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের শেষ উৎসাহ দূর হবে: ওয়ার্কার্স পার্টির অভিযোগ
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
১৭ অঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে, ঢাকায় ৪০.৩
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ