X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

দেশে মূত্রতন্ত্রের জটিলতায় ভুগছেন এক কোটি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৯, ১৮:৫৫আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:৫৫




মূত্রতন্তের জটিলতা বিষয়ক সচেতনতা সভা দেশের এক কোটি মানুষ কোনও না কোনোভাবে মূত্রতন্ত্রের জটিলতায় ভুগছেন। এর মধ্যে পঞ্চাশোর্ধ্ব লোকদের মাঝে ৪০ শতাংশ প্রোস্টেট বড় জনিত সমস্যায় আক্রান্ত। আর নারী সবচেয়ে বেশি ভুগছেন রিকারেন্ট ইউরিনারি ইনফেকশনে। সোমবার (২৫ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০১৯ পালন উপলক্ষে আয়োজিত মূত্রতন্ত্রের রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক এক সচেতনতা সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলোজিক্যাল সাইন্স (বাউস)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ডা. কাজী রফিকুল আবেদীন এ কথা বলেন।

রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেক্টরে অবস্থিত এভিন্স গার্মেন্ট কর্মীদের নিয়ে বাউসি এ সভার আয়োজন করে। দিনব্যাপী কর্মসূচির আওতায় মূত্রতন্ত্রের রোগের ফ্রি স্ক্রিনিংয়ের পাশাপাশি চিকিৎসা, পরামর্শ ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

সভায় কিডনি ফাউন্ডেশন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. একেএম জামানুল ইসলাম ভূঁইয়া তার মূল প্রবন্ধে বলেন, ‘মূত্রতন্ত্র সংক্রান্ত রোগের মধ্যে প্রধান হচ্ছে মূত্রতন্ত্রের পাথর। এ কারণে ১০ থেকে ১২ ভাগ প্রোস্টেট সংক্রান্ত জটিলতায় ও ৩ থেকে ৫ ভাগ কিডনি সমস্যায় আক্রান্ত হচ্ছেন। দিনদিন এর হার বেড়েই চলেছে। দেশে বর্তমানে ইউরোলজিস্টের সংখ্যা মাত্র ২৭০ জন। তাও আবার সদ্য পাশ করা চিকিৎসকসহ। দক্ষ এবং বিশেষজ্ঞ ইউরোলজিস্টের সংখ্যা মাত্র ১০০ জন।

ডা. জামানুল ইসলাম মূত্রতন্ত্রের রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে এ রোগের চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যসম্মত খ্যাদ্যাভাস গঠন, পর্যাপ্ত পানি পান, প্রচুর সবজি খাওয়া, কম লবন খাওয়া, পরিমিত মাংস খাওয়া, ধূমপান পরিহারসহ নানা পরামর্শ দেন।

বাউস’র মহাসচিব অধ্যাপক ডা. মো. শফিকুল আলম (শামীম), ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল হুদা লেলিন, অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব) এইচ আর হারুন, ঢাকা মেডিক্যালের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মিজানুর রহমান, বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. ইসতিয়াক আহম্মেদ এবং বিএসএমএমইউ’র ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম, অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান (দুলাল) সহ অন্যান্য চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।

গার্মেন্ট কর্মীদের স্ক্রিনিংয়ে ইন্ডাস্ট্রিয়াল পার্টনার হিসেবে সর্বাত্মক সহযোগিতা করেন ইউনিমেড ইউনিহেল্থ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

/টিওয়াই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে ভারত আছে, নেই বাংলাদেশ
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
শ্রম অধিকার ও বাংলাদেশ-মার্কিন সম্পর্কের গতিশীলতা
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
হ্যান্ডব্রেক ছাড়াই চলে রাজধানীর বাস, পায়ের ব্রেকেও নেই জোর
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
কেমন আছেন মিল্টনের আশ্রমে আশ্রিতরা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা