X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

উত্তরে সব ভবনের ত্রুটি খতিয়ে দেখতে রাজউককে মেয়রের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ১৯:০১আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৯:১৬

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম (ফাইল ছবি)

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব ভবনের ত্রুটি ও অবৈধ বাড়তি কাঠামো খতিয়ে দেখতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

এসময় মেয়র বলেন, ‘যেসব ভবনে বাড়তি অবৈধ স্থাপনা বা ত্রুটি থাকে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি রাজউককে নির্দেশ দিয়েছি। উত্তরের সব ভবন আবারও চেক করে দেখবে রাজউক।’

এফ আর টাওয়ার অনুমোদন ছাড়াই ২২ তলা (বেজমেন্ট ছাড়া) পর্যন্ত করা হয়েছে উল্লেখ করে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ভবনটি পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। এখন পুলিশ তদারকি করছে। ভবনের নিরাপত্তায় পুলিশ থাকবে।’  

মেয়র আরও বলেন, ‘ভবনটি এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ, বুয়েটের বিশেষজ্ঞ দলের পরীক্ষার পর সিদ্ধান্ত হবে- ভবনটি কবে, কখন ব্যবহারের জন্য খুলে দেওয়া হবে।’

ভবনটির গ্লাস ভাঙা ও এসিগুলো বিপদজ্জনক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘গ্লাস ভেঙে যাতে পথচারীদের গায়ে না পড়ে, তাই ভবনের সামনে ও পেছনে নেট লাগানো হচ্ছে।’

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে চারটি ফ্লোর ভষ্মীভূত হয় আগুনে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

 

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
শীর্ষ নেতাদের নির্দেশে আছিম বাসে আগুন দেয় ছাত্রদলের নেতারা: সিটিটিসি
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
গবেষণার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদনের আহ্বান প্রাণিসম্পদমন্ত্রীর
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: এখনও অপেক্ষায় স্বজনরা