X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকা‌রি প্র‌তিশ্রু‌তির দ্রুত বাস্তবায়‌ন চান ইবতেদায়ি শিক্ষক‌রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৪:০৮আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৪:১০

ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের অবস্থান কর্মসূচি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ ও কোডবিহীন মাদ্রাসাগুলো বোর্ডের কোড নম্বরে অন্তর্ভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার (৪ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইব‌তেদায়ি মাদ্রাসার শিক্ষকরা।

অবস্থান কর্মসূচি থেকে শিক্ষকরা জানান, ২০১৮ সালে শিক্ষকরা ১৬ দিন অবস্থান কর্মসূচি পালন করেন তারা। তখন প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা সচিব শিক্ষকদের সামনে উপস্থিত হয়ে দাবি পূরণে আশ্বস্ত করেন। কিন্তু এখন পর্যন্ত সেই আশ্বাসের কোনও বাস্তবায়ন হয়নি। তাই শিগগিরই স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে জাতীয়করণের জোর দাবি জানান তারা।

তারা আরও বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে বিগত সরকারের সময়ে ধাপে ধাপে বেতন বৃদ্ধি করা হয়। ত‌বে ২০১৩ সালের ৯ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারের সব কাজে অংশগ্রহণ করেও ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা কোনও সুযোগ পাচ্ছেন না। ১৫১৯টি মাদ্রাসার প্রধান শিক্ষক সর্ব সাকুল্যে ২৫০০ টাকা ও সহকারি শিক্ষক ২৩০০ টাকা ভাতা পায়। অন্যদিকে ৮ হাজার ৫০০টি মাদ্রাসার শিক্ষক প্রায় ৩৪ বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত হয়ে আসছেন।

কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মাওলানা শাহজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বিনা বেতনে শিক্ষকতা করছেন। বারবার সরকার আশ্বস্ত করলেও আমরা ফল পাচ্ছি না। আমরা এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।’

 

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৬ মে, ২০২৫)
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
বাড্ডায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
দাবি-দাওয়ায় বিপর্যস্ত রাজধানী, সেবা কার্যক্রমে স্থবিরতা
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
মগবাজারে দিনে-দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে যুবকের ব্যাগ ছিনতাইয়ের ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়