X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ডেসটিনির হাতেই বৈশাখীর মালিকানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ১৫:০৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৫:৫৫

বৈশাখী টিভি লোগো

বেসরকারি বৈশাখী টেলিভিশনের মালিকানা নিয়ে প্রতিষ্ঠানটির সাবেক পরিচালক এম এন এইচ বুলুর রিভিউ (রায় পুনর্বিবেচনার আবেদন) আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে টেলিভিশনটির মালিকানা ডেসটিনি-২০০০ লিমিটেডের কাছেই থাকলো বলে জানিয়েছেন আইনজীবীরা। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রিভিউ আবেদন খারিজের আদেশ দেন।
আদালতে বৈশাখী টিভির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার মইনুল ইসলাম। ২০০৮ সালে বৈশাখী টিভির শেয়ার কেনে ডেসটিনি-২০০০ লিমিটেড। এরপর টিভির সাবেক পরিচালক এম এন এইচ বুলু তার শেয়ারের অংশ ডেসটিনির কাছে বিক্রি ও হস্তান্তর করেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি হাইকোর্টে কোম্পানি আইনে পৃথক দুটি মামলা করেন।
মামলার অভিযোগে দাবি করা হয়, আইনত তার শেয়ার হস্তান্তর হয়নি। তাই মালিকানায় তারও অধিকার রয়েছে। পরে ওই দুই মামলায় হাইকোর্ট এম এন এইচ বুলুর পক্ষে রায় দেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ডেসটিনির পক্ষে রায় দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সে রায়ে আদালত বলেন, ‘শেয়ার হস্তান্তর সঠিক হয়নি এই দাবি করে হাইকোর্টে এম এন এইচ বুলু যে আবেদন করেছিলেন তা আইনের দৃষ্টিতে অচল। এ ধরনের আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীকে ন্যূনতম এক-দশমাংশ শেয়ারের মালিক হতে হয়। এম এন এইচ বুলু যখন দরখাস্ত করেন তখন তার কোনও শেয়ার ছিল না। ফলে তার আবেদনটি আইনত রক্ষণীয় নয়।’
পরে এম এন এইচ বুলু আপিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন আপিল বিভাগ। রিভিউ নিষ্পত্তি হওয়ার পর মালিকানা প্রশ্নের আর কোনও আইনি প্রক্রিয়া খোলা রইলো না। 

/বিআই/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী