X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

‘দেশের অর্থনীতি তিনটি খুঁটির ওপর দাঁড়িয়ে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৫:৫৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১২:৩৩

জাতীয় প্রেসক্লাবে বক্তব্য দেন সংসদ সদস্য শিরিন আক্তার সংসদ সদস্য শিরিন আক্তার বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতি তিনটি খুঁটির ওপর দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে— অভিবাসী শ্রমিক, কৃষি ও পোশাক শিল্প। এই তিনটি জায়গা থেকে প্রধানত আমাদের আয়ের বিষয়টি নিশ্চিত হয়।’

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে কর্মজীবী নারী আয়োজিত 'সেফ অ্যান্ড ফেয়ার মাইগ্রেশন ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ উইমেন মাইগ্রেন্ট গার্মেন্টস ওয়ার্কার্স' শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সমাজে নারীদের অবস্থান নিয়ে সংসদ সদস্য শিরিন আক্তার বলেন, ‘সব জায়গায় দেখছি নারীরা পুরুষদের পাশাপাশি অবস্থান করছে। কোথাও কোথাও সংখ্যায় পুরুষের চেয়েও বেশি।’

তিনি বলেন, ‘পুরুষ ও নারী কিন্তু প্রকৃতিগতভাবে আলাদা। সমাজে পুরুষতান্ত্রিক মানসিকতা আছে। যে নারীর প্রতি দৃষ্টিভঙ্গিতে একটা সংকীর্ণতা কাজ করে। যে কারণে আমরা দেখছি, সারাবিশ্বে যৌন নির্যাতন, হয়রানি, অশ্লীল আচরণ বেড়ে গেছে।’

শিরিন আক্তার বলেন, ‘আমরা নারীদের দেশের বাইরে পাঠাচ্ছি। যে দেশে পাঠাচ্ছি নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কেমন, আচরণ কেমন, তা আমাদের জানতে হবে। মনে রাখতে হবে, যে দেশে যাচ্ছি সেই দেশের মানুষের আচরণ আমাদের দেশের মানুষের আচরণের মতো আশা করা কিন্তু ঠিক হবে না।’


এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমাদের নারী কর্মীরা বাইরে ঠিকভাবে যাচ্ছে কিনা, সেটা দেখার জন্য এয়ারপোর্ট পর্যন্ত হলেও তাকে নজরদারি করতে হবে। বিদেশে যেখানে যাচ্ছে, সেখানে আমাদের যে দূতাবাস আছে তার মাধ্যমে শ্রমিকদের বিষয়ে জানার একটা ব্যবস্থা রাখতে হবে। শ্রমিককে বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আমাদের সরকারের, রাষ্ট্রের।

আলোচনা সভায় ‘কর্মজীবী নারী’র পরিচালক রাহেলা রাব্বানী, সহসভাপতি উম্মে হাসান ঝলমল প্রমুখ উপস্থিত ছিলেন।



 

/এইচএন/আইএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার