X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

চার দিনেও উদ্ধার হয়নি শাহবাগ থানা থেকে গায়েব হওয়া পিস্তল

রাফসান জানি
০৮ মে ২০১৯, ২২:২১আপডেট : ০৯ মে ২০১৯, ১০:৪৩




শাহবাগ থানা শাহবাগ থানার পুলিশ বিশ্রামাগার থেকে ১৬ রাউন্ড গুলিসহ হারিয়ে যাওয়া পিস্তলটি চার দিনেও উদ্ধার হয়নি। রবিবার (৫ মে) দুপুরে পুলিশ সদস্যদের বিশ্রামাগার থেকে অস্ত্রটি হারিয়ে যায়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য এএসআই হিমাংশু সাহাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নামে অস্ত্রটি ইস্যু করা ছিল। তবে কে বা কারা গুলিসহ অস্ত্রটি নিয়ে গেছে সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন।

এদিকে গুলিসহ অস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনায় হিমাংশু সাহা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। তিনি বলেন, ‘আমি আমার বক্তব্য ওসি স্যারকে জানিয়েছি। আশা করি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।’

শাহবাগ থানা সূত্রে জানা গেছে, গত ৫ মে দুপুরে ডিউটি শেষে থানায় ফেরেন এএসআই হিমাংশু সাহা। পরে তিনি দোতলায় পুলিশ সদস্যদের বিশ্রামাগারে যান। সেখানে তিনি অবস্থান করছিলেন। দুপুর আড়াইটার পর দুই ম্যাগজিনে ১৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি আর খুঁজে পাননি তিনি।

এদিকে থানার ভেতর থেকে অস্ত্র হারিয়ে যাওয়া বা চুরি হওয়ার ঘটনাটি অস্বাভাবিক বলে মনে করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্রামাগারে কোনও সিসিটিভি না থাকলেও বাইরে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ঘটনার আগে পরে কারা এসেছিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

অস্ত্র হারিয়ে যাওয়ার বিষয়ে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড আয়োজিত এক ইফতারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুলভ্রান্তি বা কর্তব্যের অবহেলা যদি কেউ করে থাকেন তাহলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। কর্তব্যরত অবস্থায় একজন এএসআই’র অস্ত্র গুলিসহ মিসিং হয়েছে, এ জন্য তাকে ক্লোজড করা হয়েছে। তদন্ত চলছে।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে আশা করি।’

অস্ত্র উদ্ধারে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা বাহিনীর সদস্যরাও তৎপর রয়েছেন বলে জানান তিনি।

থানা পুলিশের একটি সূত্র বলছে, ঘটনার কাছাকাছি সময়ে একজন সন্দেহভাজন যুবককে ওই ভবনের দোতলায় উঠতে দেখা গেছে। তবে আরেকটি সূত্র বলছে, ওই যুবককে যে সময় দোতলায় উঠতে দেখা গেছে, তার আগেই অস্ত্রটি হারিয়েছে। ততক্ষণে বিষয়টি জানাজানি হয়ে গেছে।

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অস্ত্র হারিয়ে যাওয়ার ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা তদন্ত শেষ হওয়ার আগে বলা যাবে না। আমাদের তদন্ত চলছে।’

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
বাজেটে প্রতিবন্ধীদের মাসিক ভাতা ৫ হাজার করাসহ ১১ দাবি
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি