X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

স্কুলে সোয়া ৭ ঘণ্টা থাকতে হবে শিক্ষকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৯, ১৩:০৭আপডেট : ২৮ মে ২০১৯, ২১:০৯

প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান (ছবি প্রতীকী)

রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের সোয়া ৭ ঘণ্টা উপস্থিতি নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের ঢাকার উপপরিচালক ইন্দু ভূষণ দেব স্বাক্ষরিত পরিপত্রের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়।

৮ মে দেওয়া ওই পরিপত্রে বলা হয়, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের নির্ধারিত সময় পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান ও পাঠদান করতে হবে। এর জন্য শিক্ষকদের সুশৃঙ্খল ও কর্মনিষ্ঠ হতে হবে। শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিতে বিদ্যালয়ের কার্যক্রম বিভিন্ন শিফটে ভাগ করা হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, নির্দেশনা থাকা সত্ত্বেও প্রতিটি শিফটের শিক্ষকরা পাঁচ ঘণ্টা অবস্থান করে বিদ্যালয় ত্যাগ করছেন।

এ জন্যে পরিপত্রে শিক্ষকরা সকাল অথবা বিকাল যে শিফটেরই হোন না কেন, তাদের সোয়া ৭ ঘণ্টা বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, বিদ্যালয়ের কার্যক্রম শুরুর ১৫ মিনিট আগে শিক্ষকদের উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়, পাঠদান শেষে শিক্ষকরা বাকি সময় শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম/বাড়ির কাজ মূল্যায়ন করবেন। পরের দিনের রুটিন অনুযায়ী শ্রেণি পাঠদানের জন্য পাঠপরিকল্পনা ও শ্রেণি সংশ্লিষ্ট উপকরণ প্রস্তুত করাসহ শিক্ষার্থীদের অর্জিত যোগ্যতাভিত্তিক প্রশ্নপত্র প্রণয়ন করবেন।

নির্দেশনায় আরও বলা হয়, অনুমোদন ছাড়া কোনও শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত বা কর্মস্থল ত্যাগ করলে ১৯৮২ সালের গণকর্মচারী (নিয়মিত উপস্থিতি) অধ্যাদেশ ও ২০১৮ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিপত্রে শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিদ্যালয় পরিদর্শন ও মনিটরিং করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গ্রীষ্মকালে রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল সাড়ে সাতটায় ক্লাস শুরু হয়। আর শিক্ষকদের উপস্থিত হতে হয় সোয়া সাতটার ভেতর। কারণ ২০১৯ সালের ২৯ জানুয়ারির সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী স্কুল শুরুর ১৫ মিনিট আগে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত হতে হবে।

এদিকে নির্দেশনা অনুযায়ী, রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয় শীতকালে সকাল আটটা থেকে পৌনে তিনটা চলবে। আর রাজধানীর বাইরের প্রাথমিক বিদ্যালয়গুলো সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল সোয়া চারটা পর্যন্ত চলবে।

/এসএমএ/এসআই/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
ভাইস চেয়ারম্যান প্রার্থীর ভোটের প্রচারণায় সরকারি কর্মচারী
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
১৩৯ উপজেলায় ভোট বুধবার, কেন্দ্রে গেলো সরঞ্জাম
‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
বিচারপ্রার্থীদের প্রসঙ্গে প্রধান বিচারপতি‘প্রমাণ-অপ্রমাণের যাত্রা সুদীর্ঘ, সেখানে জড়িয়ে আছে হাহাকার’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা