X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে রায় পাল্টে দেওয়ার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৯, ১১:০২আপডেট : ১৬ মে ২০১৯, ১৪:৩২

সুপ্রিম কোর্ট রায় পাল্টে দেওয়ার অভিযোগে উঠেছে হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে। ন্যাশনাল ব্যাংকের ঋণ সংক্রান্ত এক রিট মামলায় অবৈধভাবে ডিক্রি জারির মাধ্যমে তিনি রায় পাল্টে দেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এরপর আদালত ঋণ সংক্রান্ত এই মামলার হাইকোর্ট ও বিচারিক আদালতের সব রায় বাতিল ঘোষণা করেন।

বৃহস্পতিবার (১৬ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এ অভিযোগ তোলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অভিযোগ শুনে আপিল বিভাগ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘কত টাকার বিনিময়ে এই রায় হয়েছে? আমাদের তা জানান। এমন আদেশ হাইকোর্ট দিতে পারেন না। এটা নজিরবিহীন।’

জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, ‘এটি একটি সিরিয়াস মেটার। রাষ্ট্রপতির কাছে পাঠানো উচিত। ওই বিচারপতিকে দায়িত্ব থেকে বিরত রাখা উচিত।’

তখন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতকে বলেন, ‘তাকে শোকজ করতে হবে, কীভাবে এই আদেশ দিলেন?’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বিচারপতি অপসারণ সংক্রান্ত ষোড়শ সংশোধনী উচ্চ আদালতে বাতিল হওয়ায় এবং ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন আপিল বিভাগে বিচারাধীন থাকায় বিচারপতিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কোনও ফোরাম নেই।’

এ পর্যায়ে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ আদালতকে বলেন, ‘আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্যকে সমর্থন করি। আমরা মনে করি বিচার বিভাগের মর্যাদা রক্ষার জন্য যে বেঞ্চের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

শুনানি শেষে আপিল বিভাগ নিম্ন আদালতে এ মামলার ডিক্রি জারি সংক্রান্ত সব আদেশ বাতিল করেন। একইসঙ্গে ন্যাশনাল ব্যাংকের আবেদন মঞ্জুর করে এম আর ট্রেডিংয়ের মিজানুর রহমানকে এক কোটি টাকা জরিমানা করেন আদালত।

এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও রোকন উদ্দিন মাহমুদসহ বেশ কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতিকে ওই বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ করার পরামর্শ দেন।

পরে সিনিয়র আইনজীবী বাসেত মজুমদার জানান, ন্যাশনাল ব্যাংক থেকে ৩৬ কোটি টাকার ঋণ নিয়েছিল এম আর ট্রেডিং। সেই ঋণ খেলাপী হওয়ায় ন্যাশনাল ব্যাংক অর্থঋণ আদালতে এম আর ট্রেডিংয়ের বিরুদ্ধে মামলা করে। সে মামলার কার্যক্রম চালু থাকাকালীন দুই পক্ষের মধ্যে আপসনামা হয় এবং সে অনুসারে টাকা মিলমিশ করে নিয়ে যাবে। এরপর তারা ওই আপসনামা অর্থঋণ আদালতে দাখিল করে সে অনুযায়ী ডিক্রি চান। কিন্তু অর্থঋণ আদালত সে আপসনামার ভিত্তিতে ডিক্রি জারি করেনি। এরপর ওই ডিক্রির বিরুদ্ধে এম আর ট্রেডিং হাইকোর্টে আবেদন জানায়। সে আবেদনের শুনানি নিয়ে আদালত রুল জারি করেন এবং আপসনামা ভিত্তিতে অর্থঋণ আদালতকে ডিক্রি জারির নির্দেশ দেন হাইকোর্ট। এরপর পুনরায় অর্থঋণ আদালত ডিক্রি দেন এবং এম আর ট্রেডিং হাইকোর্ট থেকে জারি করা রুল উইথড্র করে নেন।

তিনি আরও বলেন, ‘পরে ন্যাশনাল ব্যাংক আপিল বিভাগে আসে এবং ন্যাশনাল ব্যাংক হাইকোর্টের ওই আদেশকে পুরোপুরি বেআইনি বলে উল্লেখ করে। তারা আরও বলে,  ওই আদেশের ভিত্তিতে (হাইকোর্টের) যে ডিক্রি (অর্ধঋণ আদালত থেকে) হয়েছে তাও বেআইনি। তখন আপিল বিভাগ শুনানি করে দেখলেন হাইকোর্টের ওই আদেশ দেওয়া ঠিক হয়নি। এজন্য হাইকোর্টের রায় ও অর্থঋণ আদালতের ডিক্রি বাতিল করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ওই মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এছাড়াও আদালত এম আর ট্রেডিংকে ১ কোটি টাকা জরিমানা করেছেন। জারিমানার এই টাকা হাইকোর্টে জমা দিতে বলা হয়েছে।’  

 

/বিআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা