X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ঢাকা-কাঠমান্ডু রুটে যাত্রা শুরু করলো হিমালয় এয়ারলাইনস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৯, ২২:১৪আপডেট : ২২ জুলাই ২০১৯, ২২:১৮

হিমালয় এয়ারলাইনস চালু উপলক্ষে শাহজালাল বিমানবন্দরে অনুষ্ঠান ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট শুরু করেছে নেপালের হিমালয় এয়ারলাইনস। সোমবার (২২ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে প্রথম ফ্লাইট ১৫০ জন যাত্রী নিয়ে নেপাল থেকে ঢাকায় আসে। ফিরতি ফ্লাইটে দুপুর ২টা ‌১০ মিনিটে ১২০ জন যাত্রী নিয়ে নেপালে যায়। উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে ঢাকায় আসেন নেপালের সংস্কৃতি, পর্যটন ও সিভিল এভিয়েশন প্রতিমন্ত্রী ধন বাহদুর বুধা, মন্ত্রণালয়ের সচিব মোহন কৃষ্ণ, নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস, নেপাল টুরজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা দিপক রাজ জোসি। অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমানবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ধন বাহদুর বুধা বলেন, বাংলাদেশ ও নেপালে মধ্যে পর্যটন, বাণিজ্যসহ নানা খাতে বিনিয়োগ বাড়ছে। বাংলাদেশ ও নেপালের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। হিমালয় এয়ারলাইনসের ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাণিজ্য ও পর্যটন খাত আরও গতিশীল হবে।’
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। হিমালয় এয়ারলাইনসের ফ্লাইট চালুর মধ্য দিয়ে দুই দেশের মানুষের যোগাযোগ আরও বৃদ্ধি পাবে।
অনুষ্ঠানে হিমালয় এয়ারলাইনসের ভাইস প্রেসিডেন্ট বিজয় শ্রেষ্ঠ বলেন, হিমালয় এয়ারলাইনস সপ্তাহে তিন দিন ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কাঠমান্ডু রুটে এয়ারবাস এ-৩২০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। উড়োজাহাজটিতে ১৫০টি ইকোনমি আসন ও আটটি প্রিমিয়াম ইকোনমি ক্লাস আসন রয়েছে। নেপাল থেকে বেলা ১১টা ১০ মিনিটে ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলা ২টা ১০ মিনিটে ফ্লাইট নেপালের উদ্দেশে ছেড়ে যাবে।

 

/সিএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
এবার এক লাফে স্বর্ণের ভরিতে বাড়লো ৬ হাজার টাকার বেশি
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
হাসান আজিজুল হক সাহিত্য পদক পেলেন ৬ গুণীজন
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
ঢাকার জ্যাম আর গরম নিয়ে প্রেমের গান!
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
মানবিক গুণাবলি অর্জন ছাড়া শিক্ষা মূল্যহীন: আতিকুল ইসলাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ