X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ব্যাংক চালুর পর পুলিশের মেডিক্যাল কলেজের কাজও চলছে জোর কদমে

জামাল উদ্দিন
১৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৯আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩১





পুলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপিত পুলিশের দাবিগুলোর একটি কমিউনিটি ব্যাংক এরই মধ্যে যাত্রা শুরু করেছে। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী এর উদ্বোধন করেন। অন্য দাবিগুলোর অন্যতম মেডিক্যাল কলেজ ও ইউনিট প্রতিষ্ঠার কাজও চলছে দ্রুত গতিতে।
গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহে বাহিনীর পক্ষে বেশকিছু দাবি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী সব দাবিই পূরণের আশ্বাস দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেডিক্যাল কলেজ ও ইউনিট প্রতিষ্ঠার বিষয়ে পুলিশের শীর্ষ পর্যায়ের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক বৈঠক হয়েছে। পুরো প্রক্রিয়া শেষে পুলিশের এ দাবিও দ্রুত পূরণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আলাদা মেডিক্যাল ইউনিট ও মেডিক্যাল কলেজ করার দাবি জানিয়েছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারি পুলিশ সুপার (এএসপি) সুমন কান্তি চৌধুরী। একই সঙ্গে দেশের বিভাগীয় শহরের পুলিশ হাসপাতালগুলোতে কমপক্ষে ৫টি আইসিইউ বেড স্থাপন এবং জেলা হাসপাতালগুলোতে ন্যূনতম চিকিৎসা সরঞ্জাম নিশ্চিতেরও দাবি জানান তিনি।
পুলিশ সদর দফতরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, পুলিশের একটি মেডিক্যাল ইউনিট ও কলেজ প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। প্রথম এ দাবিটি তোলা হয় ২০১৮ সালের পুলিশ সপ্তাহে। এ বছরের পুলিশ সপ্তাহেও এটি উত্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তা বাস্তবায়নের আশ্বাস দেন।
জানা গেছে, পুলিশের মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ঢাকার আশুলিয়া এলাকায় জায়গা দেখা হয়েছে। মেডিক্যাল কলেজের সঙ্গে কেন্দ্রীয় হাসপাতাল হবে ৩০০ শয্যার। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের কার্যক্রমও সেখানে স্থানান্তর করা হবে। আধুনিক সুযোগ-সুবিধার এ হাসপাতাল পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও উন্মুক্ত থাকবে।
মেডিক্যাল ইউনিট ও কলেজ প্রতিষ্ঠা প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি ড. হাসান উল হায়দার বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কমিটি করা হয়েছে। এ ব্যাপারে করণীয় নির্ধারণে ওই কমিটি একাধিকবার বৈঠকও করেছে। তবে কবে নাগাদ এটি বাস্তবায়ন করা সম্ভব হবে সেটি বলতে পারেননি তিনি।
জানতে চাইলে পুলিশের অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. শাহাব উদ্দিন কোরেশী বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি বাস্তবায়নে পুলিশ সদর দফতর থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। সেখানে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি এটি পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) মো. নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, পুলিশের মেডিক্যাল ইউনিট ও কলেজ প্রতিষ্ঠার বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। এ নিয়ে গঠিত কমিটি বিষয়টির পর্যালোচনায় একাধিকবার বৈঠকে বসেছে। এটির সঙ্গে অনেকগুলো স্টেকহোল্ডার জড়িত। তাই একটু সময় লাগছে।
পুলিশের একটি মেডিক্যাল ইউনিট ও কলেজ প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এটি কীভাবে দ্রুত বাস্তবায়ন করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
ফিলিস্তিনে যুদ্ধাপরাধে দায়ীদের জবাবদিহি চায় ঢাকা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী