X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি সবুজ আন্দোলনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫১

জাতীয় প্রেস ক্লাবের সামনে সবুজ আন্দোলনের সমাবেশ বাংলাদেশসহ সারা বিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি জানিয়েছে সবুজ আন্দোলন নামের একটি সংগঠন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশে বিদ্যুতের চাহিদা অনেক বেশি। তার মানে এই নয় যে, জলবায়ু ও পরিবেশ বিপন্ন করে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে হবে। পরিবেশবাদীদের দাবি, সারা বিশ্বে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হোক। বর্তমান সরকার যে চারটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চিন্তা করছে, এর মধ্যে রামপালের কেন্দ্রটির কাজ চলমান রয়েছে। আমরা চাই এই বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ কর এমন বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হোক, যা জলবায়ু সমস্যা মোকাবিলা ও কার্বন নিঃসরণ কমাবে।

এ সময় তারা কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— অনতিবিলম্বে সারা পৃথিবীর কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করা, ২০৩০ সালের মধ্যে অর্ধেক ও ২০৫০ সালের মধ্যে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যবস্থা গ্রহণ, বাংলাদেশের সমুদ্র উপকূল ও বড় নদীর পাড়ে নেদারল্যান্ডসের মতো বেড়িবাঁধ নির্মাণ এবং মিঠা পানি সংরক্ষণের জন্য নদী ও দিঘি খনন করতে অর্থ বরাদ্দ দেওয়া, সুন্দরবনের আশেপাশের সব ধরনের স্থাপনা উচ্ছেদ করা এবং আগামীতে যেন কোনও স্থাপনা নির্মাণ করতে না পারে তার জন্য আন্তর্জাতিকভাবে আইন পাস করা।
সমাবেশে সবুজ আন্দোলনের কার্যনির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, সংগঠনটির চেয়ারম্যান বাপ্পি সরদার, মহাসচিব অধ্যাপক এম মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

/এইচএন/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
পূজায় মুক্তি পাচ্ছে ‘টানবাজার’র গল্প!
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
প্রতীকী ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি থাকছে না: সংস্কৃতি উপদেষ্টা
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে নিহত ৪, নিখোঁজ ৩০
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
প্রবাসীদের সুবিধা দিয়ে ব্যাগেজ রুলস সংশোধন করলো এনবিআর
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল