X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

বেপরোয়া বাসের চাপায় আরেক বাসের সুপারভাইজার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২০:০৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:০৯

বেপরোয়া বাসের চাপায় আরেক বাসের সুপারভাইজার নিহত

রাজধানীতে বেপরোয়া বাসের চাপায় নিহত হয়েছেন আরেক বাসের সুপারভাইজার। নিহতের নাম মো. মশিউর রহমান (৪০)। পল্লবী থানার কালশি মোড়ে সোমবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, তূর পরিবহনের একটি বাসের চালক বেপরোয়া গতিতে দাঁড়িয়ে থাকা আকিক পরিবহনের আরেকটি বাসকে বামপাশ দিয়ে ওভারটেকের সময় এর সুপারভাইজার মো. মশিউর রহমানকে চাপা দেয়। এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আজ মঙ্গলবার (১৬ অক্টোবর) ভোর চারটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মো. লিটু জানান, তার ভাই মশিউর আকিক পরিবহনের সুপারভাইজার ছিলেন। সোমবার রাতে কালশি এলাকায় ওয়েবিলে স্বাক্ষর করাতে গাড়ি থেকে নামছিলেন তিনি। এ সময় তূর পরিবহনের একটি বাস বামদিক দিয়ে দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। বাসের চালক ও সহকারীসহ যাত্রীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে অবস্থার অবনতি হলে মঙ্গলবার ভোর ৪টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই জানান, তাদের গ্রামের বাড়ি পিরোজপুর জেলার কাউখালী থানার মুক্তারকাঠি গ্রামে। তাদের বাবার নাম মৃত এমএ খান।

মশিউর মিরপুর ১২ নম্বরের ক ব্লকে একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। তার দুটি ছেলে রয়েছে।

 

 

 

 

/এআইবি /এআরআর/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী