X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গ্রেফতার কাউন্সিলর মিজান-রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৯, ১৬:৪৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৭:৩০





গ্রেফতার কাউন্সিলর মিজান-রাজীবের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গ্রেফতার হওয়া দুই কাউন্সিলর হাবিবুর রহমান মিজান ও তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম। 
বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর ডিএনসিসি নগর ভবনে ‘মশক নিয়ন্ত্রণে বর্তমান কার্যক্রম ও বছরব্যাপী পরিকল্পনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে মেয়র এ কথা জানান। এছাড়া টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকায় ৯ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
আতিকুল ইসলাম বলেন, টানা তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকা ৯ জন ওয়ার্ড কাউন্সিলরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এছাড়া গ্রেফতার হওয়া দুজন কাউন্সিলরের ওয়ার্ডে দায়িত্ব পালনের জন্য পাশের অন্য কাউন্সিলরকে নিয়োগ দেওয়া হবে।

প্রসঙ্গত, চলমান শুদ্ধি অভিযানে ডিএনসিসির ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজান ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রাজীব র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।
কাউন্সিলরদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার বিষয়ে ডিএনসিসি মেয়র বলেন, যারা দুর্নীতি করবে তারা আইনের মাধ্যমে ধরা পড়বে। কেউ ধরা পড়লে অবশ্যই আইন ও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। যদি তাকে বহিষ্কার করার প্রয়োজন হয়, তাহলে তাও করা হবে।
এসময় কাউন্সিলরদের উদ্দেশে আতিকুল বলেন, ‘মশক নিয়ন্ত্রণে কিছু কাউন্সিলরের আন্তরিকতার অভাব দেখা গেছে। আপনারা জনগণের ভোটে নির্বাচিত কাউন্সিলর। তাদের প্রতি আপনাদের দায়বদ্ধতা আছে। তাদের জন্য কাজ করুন।’
মশকনিধন কার্যক্রম জোরদারে জরিপ
সংবাদ সম্মেলনে মেয়র জানান, মশকনিধন কার্যক্রম জোরদারের অংশ হিসেবে একটি জরিপ করা হচ্ছে। এজন্য দুজন পরামর্শক ও ১০ জন শিক্ষানবিশ কীটতত্ত্ববিদকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা গত ৭ অক্টোবর থেকে কিউলেক্স মশার প্রজননস্থল চিহ্নিত করতে কাজ করছেন। তাদের পরামর্শে চিহ্নিত প্রজননস্থলে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে সেসব স্থানে আবার পুনরায় জরিপ করা হবে।
জরিপের উদ্ধৃতি দিয়ে মেয়র আরও জানান, ডিএনসিসির ২০, ২৮, ১১, ৫, ৩১, ৩২, ৩৩ ও ১৭ নম্বর ওয়ার্ডে মশার উপস্থিতি বেশি পাওয়া গেছে। মশক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন কার্যক্রম বাড়াতে এসব ওয়ার্ডের কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মোমিনুর রহমান মামুন প্রমুখ।

/এসএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী