X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ঢাকায় এশীয় স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ১৯:২৪আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১৯:৫৭

জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সংবাদ সম্মেলন

ঢাকায় আগামী ৩ নভেম্বর শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এশীয় স্থপতিদের আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (বাস্থই) উদ্যোগে ‘আর্কএশিয়া ফোরাম-২০ ঢাকা-১৯’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।  সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এশিয়ার ২১টি দেশের স্থপতি পেশাজীবীদের জাতীয় সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত আর্কএশিয়ার ৪০তম কাউন্সিল উপলক্ষে এই আয়োজন করা হচ্ছে। ২০১৯ সালে আর্কএশিয়ার সুবর্ণজয়ন্তী  অনুষ্ঠানে বাড়তি মাত্রা যুক্ত হয়েছে। পাঁচ দিনব্যাপী আর্কএশিয়া সম্মেলনের বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আইএবি বিল্ড এক্সপো প্রদর্শনী, বিশ্বের প্রথিতযশা স্থপতিদের অংশগ্রহণে সেমিনার, স্থাপত্য পুরস্কার প্রদান অনুষ্ঠান, স্থাপত্য বিষয়ক বিভিন্ন প্রদর্শনী, বিদেশি অতিথিদের জন্য পানাম নগরে ভ্রমণ এবং প্রীতি সাংস্কৃতিক উৎসব। ঢাকায় অনুষ্ঠিতব্য আর্কএশিয়া ফোরাম-২০ এর প্রতিপাদ্য বিষয় 'আর্কিটেকচার ইন এ চেঞ্জিং ল্যান্ডস্কেপ।’

অনুষ্ঠানের আহ্বায়ক স্থপতি ড. আবু সাইদ এম আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তন ও দ্রুতগতি নগরায়নের ফলে প্রতিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় এশীয় দেশগুলোর স্থপতিদের উদ্ভাবনী চিন্তা ও টেকসই সমাধানের প্রচেষ্টার প্রতিফলন ঘটেছে এবারের প্রতিপাদ্যে। এশিয়ার ২১টি দেশ থেকে আর্কএশিয়ার কমিটি প্রতিনিধিরা ছাড়াও দেড় হাজারেরও বেশি স্থপতি অংশগ্রহণকারী এবং বিশ্বের বিভিন্ন দেশের আমন্ত্রিত বক্তারা যোগ দিচ্ছেন 'আর্ক এশিয়া ফোরাম-২০ ঢাকা-১৯' এর বিভিন্ন অনুষ্ঠানে।

আর্কএশিয়া

বাস্থই সভাপতি স্থপতি জালাল আহমেদ বলেন, আর্কএশিয়ার সুবর্ণজয়ন্তীতে ফোরাম-২০ এর আয়োজন করতে পেরে বাস্থই আনন্দিত। এই উৎসবের আমেজে স্থাপত্য পেশা ও শিল্পকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে শহরজুড়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ নভেম্বর এ অনুষ্ঠান শেষ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ফোরাম অনুষ্ঠানের উপদেষ্টা স্থপতি মোবাশ্বের হোসেন, প্রাক্তন বাস্থই সভাপতি স্থপতি কাজী গোলাম নাসির, বাস্থই’র সহ-সভাপতি (আন্তর্জাতিক বিষয়াদি) স্থপতি এহসান খান, সহ-সভাপতি (জাতীয় বিষয়াদি) স্থপতি মামনুন মুর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক স্থপতি নওয়াজীশ মাহবুব এবং কোষাধ্যক্ষ ও আইএবি বিল্ড এক্সপো’র সদস্য সচিব স্থপতি এম মাসুদ রশিদ প্রমুখ।

 

/এসও/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
টঙ্গীতে প্লাস্টিক কারখানায় আগুন
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
প্রতিবার চক্রান্ত মোকাবিলা করে বেরিয়ে আসি, এটা ধরে রাখতে হবে: শেখ হাসিনা
আমাদের বিশ্ব জয়ের স্বপ্ন সারথির ফেরা
আমাদের বিশ্ব জয়ের স্বপ্ন সারথির ফেরা
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের বাঁক পরিবর্তনের অধ্যায়
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন: ইতিহাসের বাঁক পরিবর্তনের অধ্যায়
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প
এডিপি: সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে যে ১০ প্রকল্প