X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ধানমন্ডিতে জোড়া খুন: দুই নারীর শরীরে একাধিক আঘাত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ১৯:১০আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২০:৪৫

ধানমন্ডিতে নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগম





রাজধানীর ধানমন্ডিতে বাসার ভেতরে খুন হওয়া দুই নারীর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত দুজনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পেয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসকদের বোর্ড। ধারালো ছুরি জাতীয় কোনও কিছু দিয়ে আঘাত করায় রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলেও জানান তারা।

শনিবার (২ নভেম্বর) দুপুর আড়াইটায় ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) ও গৃহপরিচারিকা দিতি (১৭) এর ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. কবির সোহেল জানান, ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদকে প্রধান করে তিন সদস্যের একটি বোর্ড গঠনের মাধ্যমে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

তিনি আরও জানান, দুই জনের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল।
বোর্ডের প্রধান ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ জানান, গৃহকর্ত্রীর শরীরে একাধিক ছুরির আঘাত ছিল, এর মধ্যে একটি আঘাত পেট ভেদ করায় কিডনি ফুটো হয়ে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণেই তিনি মারা যান।

অপরদিকে গৃহকর্মীর গলাকাটার কারণেই তার মৃত্যু হয় বলে জানান তিনি।

শুক্রবার বিকালে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির চারতলায় খুন হন আফরোজা বেগম ও তার গৃহকর্মী দিতি। এই ঘটনায় ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা হয়েছে।

/এআইবি/এআরআর/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
মোটরসাইকেলে ট্রেনের ধাক্কায় পুলিশের এসআই নিহত
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
যে গল্পের জন্ম ওষুধের দোকান থেকে!
ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার ধোনির  ফেসবুকে মোস্তাফিজ বললেন, ‘সব কিছুর জন্য ধন্যবাদ মাহি ভাই’
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ