X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

দেশে ১০ লাখের বেশি মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ২৩:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ২৩:২৪

বর্তমানে বিশ্বে ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি মানুষ এ রোগে আক্রান্ত। (ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত) স্মৃতি ভুলে যাওয়া অসুখ ডিমেনশিয়ায় আক্রান্তের সংখ্যা বিশ্বজুড়েই বাড়ছে। বর্তমানে বিশ্বে ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি মানুষ এ রোগে আক্রান্ত। ২০৫০ সাল নাগাদ এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৫২ মিলিয়ন বা ১৫ কোটির বেশি। নিম্ন ও মধ্যম আয়ের দেশে এই রোগের প্রকোপ বেশি। বাংলাদেশও ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। দেশে ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা ১০ লাখের বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের অডিটরিয়ামে আয়োজিত ডিমেনশিয়া নিয়ে জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
ইনস্টিটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতাল এবং ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশন যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ফ্রাঙ্ক শেফার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন ও ন্যাশনাল ইনস্টিটিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ।
সেমিনারে বক্তারা বলেন, এ রোগের নির্দিষ্ট কোনও চিকিৎসা না থাকলেও ডিমেনশিয়াতে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে আনা সম্ভব। ধূমপান ও অতিরিক্ত মদ্যপান ডিমেনশিয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। সুষম খাদ্য গ্রহণ এবং জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে ডিমেনশিয়ায় আক্রান্তের ঝুঁকি কমিয়ে আনা যায়। বৃদ্ধ বয়সে এ রোগে আক্রান্তের ঝুঁকি সবচেয়ে বেশি। বংশগত কারণেও এ রোগে আক্রান্ত হতে পারে।
অনুষ্ঠান শেষে স্বাস্থ্য অধিদফতর ও ডিমেনশিয়া কেয়ার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। দেশে ডিমেনশিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গবেষণা, প্রশিক্ষণ ও ডিমেনশিয়ায় আক্রান্ত মানুষের সেবা বিষয়ে যৌথভাবে তারা কাজ করবে বলে জানানো হয়।

/জেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
ছাঁটাই ও পলিশ বন্ধ হলে কম দামে চাল কিনতে পারবে মানুষ: খাদ্যমন্ত্রী
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
উচ্চশিক্ষা খাতকে ডিজিটালাইজেশনে আনার পরামর্শ ইউজিসির
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
বিটুমিন গলে যাওয়া মহাসড়ক পরিদর্শনে দুদক
সর্বাধিক পঠিত
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে