X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২০, ০৯:৩২আপডেট : ০২ জানুয়ারি ২০২০, ১৬:১৬

ফজিলাতুন নেসা বাপ্পি (ফাইল ছবি)

যুবলীগ নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে গত শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছিলেন, ‘মূলত শ্বাসকষ্টের জন্যই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক জানান, ২৬ ডিসেম্বর ফজিলাতুন নেসা বাপ্পিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ২৮ ডিসেম্বর তাকে আইসিউতে নেওয়া হয়। আজ সকালে তার অবস্থার আরও অবনতি হয় এবং সকাল সাড়ে আটটায় তিনি মৃত্যুবরণ করেন।

ফজিলাতুন নেসা বাপ্পির পারিবারিক বন্ধু ও সাংবাদিক প্রভাষ আমিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বাপ্পির লাশ মোহাম্মদপুর জাপান গার্ডেন সিটিতে তার বাসায় নেওয়া হচ্ছে। সেখান থেকে তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দুপুর একটায় লাশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নেওয়া হবে। এরপর বিকালে জানাজার উদ্দেশ্যে লাশ নেওয়া হবে জাতীয় সংসদ ভবন এলাকায়। এরপর বিকাল সাড়ে তিনটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। 

ফজিলাতুন নেছা বাপ্পির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সংরক্ষিত আসনের সাবেক এই সংসদ সদস্যর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক এই প্রসিকিউটরের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ। 

এছাড়াও অ্যাডভোকেট ফজিলাতুন নেসা বাপ্পির মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।  

প্রসঙ্গত, বাপ্পি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে কর্মরত ছিলেন। ছিলেন জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের সদস্য। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।

সূত্র: বাসস 

 

/জেএ/এমএইচবি/এএইচ/টিটি/এমএনএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ইসলামী ব্যাংক, পদসংখ্যা অনির্ধারিত
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
টানা তৃতীয়বার লন্ডনের মেয়র হলেন সাদিক খান
৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
শুভ জন্মদিন৪ বছর বয়সে শুরু, জিতেছেন ১৬টি গ্র্যামি
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
বজ্রাঘাতে ঘরে আগুন, পুড়ে মারা গেলেন ঘুমন্ত মা-ছেলে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ