X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত ধর্ষণবিরোধী গণপদযাত্রার ঘোষণা

ঢাবি প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২০, ২০:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ২০:১৬

 

টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত ধর্ষণবিরোধী গণপদযাত্রার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত গণপদযাত্রার ঘোষণা দিয়েছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট। আগামী ১১ জানুয়ারি বিকেল ৩টায় এই পদযাত্রা শুরু করবে প্ল্যাটফর্মটি। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে শাহবাগে এক গণঅবস্থান থেকে এই ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক শিবলী হাসান। যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্র সংসদের ভিপি সুস্মিতা দে বলেন, নারীর প্রতি যৌন সহিংসতা বন্ধে সরকারের পাশাপাশি সামাজিকভাবেও আমাদের সকলের কাজ করতে হবে। অন্যথায় এই নিপীড়ন বন্ধ করা সম্ভব না।

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম নারীর প্রতি সকল ধরণের সহিংসতা বন্ধে সাংস্কৃতিক চর্চা ও শিক্ষার উপর জোর দেন। তিনি বলেন, শুধু প্রশাসন নয়,  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, নিপীড়নের বিরুদ্ধে ও নিপীড়কের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে। যৌনসন্ত্রাস রোধে মানুষের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণ জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিতে ব্যক্তিশুদ্ধিতা দরকার,  দরকার আইনের যথাযথ প্রয়োগ, অন্যথায় এমন বর্বরতা কখনও বন্ধ হবে না। মানুষের মধ্যে যদি হিংস্রতা থাকে, বর্বরতা থাকে তাহলে নারীর প্রতি নির্যাতন বাড়বেই। তাই সুশাসন নিশ্চিত ও সামাজিক শিক্ষার প্রতি তিনি গুরুত্ব দিয়ে হবে।

2টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত ধর্ষণবিরোধী গণপদযাত্রার ঘোষণা

যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের আহ্বায়ক শিবলী হাসান শিক্ষাপ্রতিষ্ঠানে যৌনশিক্ষা বাধ্যতামূলক করার প্রতি জোর দেন। তিনি বলেন, শিশু কিশোরদের বডি পার্টস সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং ‘ব্যাড টাচ, গুড টাচের’ শিক্ষা তাদের দিতে হবে।  বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এখনও অনেক শব্দ উচ্চারণে আমরা ইতস্তত করি। পাঠ্যপুস্তকে যৌনশিক্ষা বিষয়ক অধ্যায় জুড়ে দেওয়ার পরও দেখা গেছে শ্রেণিকক্ষে সেসব অধ্যায় শিক্ষকরা পড়াচ্ছেন না। শিক্ষার্থীদেরকে বাড়িতে গিয়ে এসব অধ্যায় পড়ার পরামর্শ দিচ্ছেন। এক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আলাদাভাবে সরকারের পক্ষ থেকে সচেতন করতে হবে, অভিভাবকদেরও সচেতন হতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ফিল্ম মেকার অপরাজিতা সংগীতা, মানবাধিকার কর্মী জাকিয়া সুলতানা, জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাহাত, ছাত্রলীগ নেতা বিদ্যুদ্বিকাশ মজুমদার অপুসহ আরও অনেকে।

 

/এসআইআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা
স্থায়ী জামিন পেলেন ট্রান্সকমের তিন কর্মকর্তা
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
জনস্বার্থকে প্রাধান্য দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
বাংলাদেশে পাচারের আগে আড়াই কোটি রুপির হেরোইন জব্দ
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফালুর বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
সোনার দাম১০ দিনে ভরিতে কমলো ৮ হাজার টাকা
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম