X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মেয়ের ধর্ষণের বিচার চেয়ে মিথ্যা মামলার আসামি টিএসসির ‘স্বপন মামা’!

ঢাবি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২০, ১৭:০২আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৭:২২

প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে মেয়েকে ধর্ষণের বিচার চাইছেন টিএসসির ‘স্বপন মামা’ প্রতিবন্ধী মেয়ের ধর্ষণের বিচার চেয়ে এখন মামলার আসামি হয়ে পথে পথে ঘুরছেন জলিল মিয়া ওরফে ‘স্বপন মামা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দীর্ঘ ৪০ বছর ধরে চায়ের দোকান চালাচ্ছেন তিনি। শিক্ষার্থীদের কাছে ‘স্বপন মামা’ নামেই তিনি পরিচিত।

জানা যায়, এক বছর আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বাসুদেব গ্রামে স্বপন মামার বাকপ্রতিবন্ধী মেয়ে (২০) ধর্ষণের শিকার হয়। এ ঘটনার পর গ্রাম্য সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান মুরব্বিরা। মীমাংসা না হলে অভিযুক্ত বাচ্চু মিয়ার (৫০) নামে মামলা করেন স্বপনের স্ত্রী রহিলা। এক বছর জেলে থাকার পর জামিনে এসে জলিল মিয়া ও তার পরিবারের পাঁচজনের নামে পাল্টা দুটি মামলা করেন বাচ্চু মিয়া। ওই মামলার আসামি হয়ে এখন পথে পথে ঘুরছে স্বপন মামা ও তার পরিবারের সদস্যরা। গরিব হওয়ায় মামলার খরচ চালাতেও হিমশিম খাচ্ছে পরিবারটি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ সেপ্টেম্বর অভিযুক্ত বাচ্চু মিয়া (৫০) স্বপন মামার বাকপ্রতিবন্ধী ২০ বছরের মেয়েকে ধর্ষণ করে। তার নামে আরও একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে। আসামির ভয়ে ভুক্তভোগী অনেকে আইনের আশ্রয় নেয়নি। ধর্ষণ মামলার আসামিরা হলেন বাচ্চু মিয়া (৫০), বাহার মিয়া (৪৫), আক্কাছ মিয়া (৪০)। তারা তিন জন সম্পর্কে ভাই।

পরে স্বপন মামার পরিবারের বিরুদ্ধে মামলা করেন অভিযুক্ত বাচ্চু মিয়ার ভাই বাহার মিয়া। ওই মামলার আসামি হলেন আবদুল জলিল ওরফে স্বপন, তার স্ত্রী রহিলা বেগম, বড় ছেলে রনি, মেয়ে রুনা বেগম এবং নয়ন মিয়া।

এ বিষয়ে আবদুল জলিল ওরফে ‘স্বপন মামা’ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করেছে বাচ্চু। আমি এর বিচার চেয়ে মামলা করলে, তারা আমাকে ফাঁসাতে পাল্টা দুটি মিথ্যা মামলা করে। আমি গরিব মানুষ, চা বিক্রি করে সংসার চালাই। এখন মামলার খরচ চালাতেই হিমশিম খাচ্ছি। আমার মেয়েকে নির্যাতনের বিচার চাই।’

ধর্ষণ মামলার আসামি বাহার মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গরিব মানুষ। স্বপন আমাদের বাড়িতে এসে খুন করার উদ্দেশ্যে পরিবারের ওপর লাঠি, রামদা নিয়ে হামলা চালায় এবং ভয়ভীতি দেখিয়েছে। পরে আমরা নিরুপায় হয়ে মামলা করেছি।’

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ক্যাম্পাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের সামনে নিজ মেয়ের ধর্ষণের বিচার চেয়েছেন ‘স্বপন মামা’। বিচার চাইতে গিয়ে তিনি কেঁদে ফেলেন। তার সঙ্গে উপস্থিত শিক্ষার্থীরাও তখন ক্ষোভ প্রকাশ করেন।

এসময় শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি বলেন, ‘এদেশে এরকম হাজার হাজার মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। কিন্তু তারা ন্যায়বিচার পায়নি। স্বপন মামা একজন নিরীহ মানুষ। তার প্রতিবন্ধী মেয়েও এই নির্যাতন থেকে রক্ষা পায়নি। আমরা আশা করবো তিনি যেন ন্যায়বিচার পান।’

এ বিষয়ে জানতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিনকে একাধিকবার ফোন দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা