X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

আবারও ইউও নোট মাহবুব তালুকদারের, এমপিদের নির্বাচনি কার্যক্রমে পরিপত্র দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২০, ১৬:২১আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১৭:১৫

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে আবারও আন-অফিসিয়াল (ইউও) নোট দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রধান নির্বাচন কমিশনার ও দুই সিটির রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো নতুন এ ইউও নোটে তার উদ্বেগ ঘনীভূত হয়েছে বলে জানিয়েছেন। সংসদ সদস্যদের প্রচারণা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন নোটে। তিনি নির্বাচন কমিশনের সুস্পষ্ট নির্দেশনাসহ পরিপত্র জারির কথা বলেছেন। তা না হলে এ বিভ্রান্তি সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেন।
এর আগে, গত ৯ জানুয়ারির ইউও নোটের প্রসঙ্গ উল্লেখ করে নতুন ইউও নোটে মাহবুব তালুকদার বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনি প্রচারণা ও কার্যক্রমে সংসদ সদস্যদের অংশগ্রহণ নিয়ে আমি উদ্বেগ প্রকাশ করেছিলাম। মন্ত্রী ও সংসদ সদস্যদের নির্বাচনি প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে সেই উদ্বেগ বর্তমানে আরও ঘনীভূত হয়েছে। কারণ গত কয়েক দিনে বিধিমালা নিয়ে নানা প্রকার বিভ্রান্তি লক্ষ করা যাচ্ছে।’
তিনি বলেন, ‘বিদ্যমান আচরণবিধি অনুযায়ী, নির্বাচন সম্পর্কিত যেকোনও কমিটিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের অংশগ্রহণের সুযোগ নেই। এই নির্বাচনি কার্যক্রম ঘরে বা বাইরে যেকোনও স্থানে হতে পারে। এ বিষয়ে আচরণ বিধিমালা ২০১৬-এর বিধান অত্যন্ত সুস্পষ্ট। দুঃখজনক যে, বিধিমালা যারা প্রণয়ন করেছেন তারাই এখন এর বিরোধিতা করছেন।’
আচরণ বিধিমালা সম্পর্কে যাতে কোনও প্রকার বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য ইসির পক্ষ থেকে পরিপত্র জারি করা দরকার উল্লেখ করে তিনি বলেন, ‘এ বিভ্রান্তি সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে পরিপালন নিশ্চিত করতে না পারলে নির্বাচন কমিশন আস্থার সংকটে পড়বে যা কোনোভাবেই কাম্য নয়।’

আরও পড়ুন: সিটি নির্বাচনে এমপিদের প্রচারণার বিরোধিতা করে মাহবুব তালুকদারের নোট

/ইএইচএস/ওআর/এমএমজে/
সম্পর্কিত
মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা নীতিগত সিদ্ধান্ত, আইনি নয়: কাদের
ব্রিটেনের সর্বপ্রথম ক‌নিষ্ঠ কাউন্সিলর বাংলাদেশি ইসমাইল
আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
সর্বশেষ খবর
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
ট্রেন ছাড়ছে না সময়মতো, যাত্রীদের ভোগান্তি
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সুন্দরবনে ২২ বছরে ৩২ বার আগুন, তদন্ত হলেও সমাধান নেই
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি