X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

তরুণরাও নেতৃত্ব দিতে পারেন: ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০২০, ২১:৪৪আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৪৮

তরুণরাও নেতৃত্ব দিতে পারেন: ইশরাক ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, তরুণরাও নেতৃত্ব দিতে পারেন। নিজের বয়স নিয়ে সরকারদলীয় প্রার্থী তাচ্ছিল্য করছেন, এমন অভিযোগ তুলে সোমবার (২০ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।
এদিন ঢাকা রিপোর্টারস ইউনিটির সামনে থেকে ১১তম দিনের প্রচারণায় অংশ নেন ইশরাক। এ সময় তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার বয়স নিয়ে তাচ্ছিল্য করার চেষ্টা করেন সরকারদলীয় নেতারা। তাই আমি তরুণ ভোটারদের বলতে চাই, আপনারা যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আপনারা আমার পক্ষে ভোট দেবেন, আমার পক্ষে দাঁড়াবেন এবং এদের ভুল প্রমাণিত করবেন। আমরা তরুণরা তাদের থেকে কম নই, আমরাও পারি নেতৃত্ব দিতে। ইনশাআল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন, আমরা তাদের ভুল প্রমাণিত করবো। দেখিয়ে দেবো তরুণরাও পারেন।’
ইশরাক বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি এই ঢাকা শহরকে সুন্দর একটি বাসযোগ্য শহরে পরিণত করবো। পাশাপাশি আমাদের দলের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন-সংগ্রাম চলছে তা ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করে যাবো।’
বিএনপির মেয়র প্রার্থী আরও বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তরুণরাই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। তরুণরাই পারেন দেশ ও সমাজকে বদলে দিতে। আজ আমাদের ঢাকাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এর থেকে যদি পরিত্রাণ চান, পরিবর্তন অবশ্যই আপনাদের আনতে হবে। সেটি সরকারদলীয় প্রার্থী দ্বারা সম্ভব নয়।’
ইশরাক বলেন, ‘আজ সরকার দলীয় প্রার্থীরা বলছেন, তারা অচল ঢাকাতে সচল করবেন। তার মানে কি গত ৯ বছরে তারা ঢাকাকে অচল করে ফেলেছিলেন? আমি এই ঢাকার সন্তান, ঢাকায় বড় হয়েছি। কিন্তু আমাদের এই ঢাকার পরিবেশ এমন ছিল না।’ নির্বাচিত হলে তিনি ঢাকাকে বাসযোগ্য করে গড়ে তুলবেন বলে মন্তব্য করেন তিনি।

 

/এসএস/এইচআই/
সম্পর্কিত
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি অনিক, সম্পাদক জাওহার
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!