X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

অস্ত্র মামলায় ৭ সহযোগীসহ জি কে শামীমের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২০, ১৮:০৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ১৮:০৭

জি কে শামীম অস্ত্র আইনে দায়ের মামলায় কথিত যুবলীগ নেতা ও আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও তার ৭ সহযোগীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো তাদের। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলম এ আদেশ দেন। আগামী ২৬ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।
আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
অপর আসামি হলেন— মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম।
সূত্র জানায়, এদিন জি কে শামীম ও তার সাত সহযোগী জামিন ও মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন ও অব্যাহতির আবেদন না মঞ্জুর করে এ আদেশ দেন। আসামিদের আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৯ সালের ২৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা র্যা ব-১-এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে গুলশান নিকেতনের ৫ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় জি কে শামীমের অফিসে অভিযান শুরু করে র‌্যাব। পরে দুপুর ১২টার দিকে একই রোডের তার বাসায় (১৪৪ নম্বর হোল্ডিং) অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানেই অবস্থান করছিলেন জি জে শামীম। এ সময় তার সঙ্গে থাকা সাত সহযোগীকে গ্রেফতার করা হয়। শামীমের অফিস থেকে ১৬৫ কোটি টাকার এফডিআর চেকসহ নগদ ২ কোটি টাকা জব্দ করা হয়। শামীমের কাছে অস্ত্রও পায় র‌্যাব।

আরও পড়ুন...

অস্ত্র ও কোটি কোটি টাকাসহ যুবলীগ নেতা জি কে শামীম আটক

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ফিরেছে অস্ট্রেলিয়া
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
গাজায় ৪০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিলো ইসরায়েল
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সবজির কেজি এখনও ৬০ টাকার বেশি, ২০০ ছাড়িয়েছে ব্রয়লার
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ