X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে আ. লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩১আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৩

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে আ. লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এই হামলা চালায় বলে জানা গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।  

এদিকে সিটি নির্বাচনের ভোট গ্রহণের পর পল্টনে বিকাল ৫টার দিকে বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা  প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কুশপুত্তলিকা দাহ করে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বাংলা ট্রিবিউনের নিজস্ব প্রতিবেদক আদিত্য রিমন।

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে আ. লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ প্রত্যক্ষদর্শী বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল ও ঢিল ছোড়ে। তবে এতে দলের কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।’

তিনি জানান, হামলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন।

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে আ. লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার দুই সিটির ভোট শেষ হওয়ার কিছুক্ষণ পর বিকাল ৫টার দিকে বিএনপির কার্যালয়ের বিপরীত পাশের সড়ক দিয়ে সিটি নির্বাচনের ১৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিল প্রার্থী মো. এনামুল হকের (আবুল) বিজয় মিছিল নিয়ে যায় দলটির  নেতাকর্মীরা। এসময় বিজয় মিছিলকারীদের উদ্দেশ্য করে বিএনপি অফিসের সামনে থাকা দলটির নেতাকর্মীরা ভুয়া-ভুয়া বলে স্লোগান দেয়। তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়কের ওপাশ থেকে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে ইট নিক্ষেপ করে। পাল্টা বিএনপির নেতাকর্মীরাও লাঠিসোটা নিয়ে ধাওয়া দেয় ইট নিক্ষেপকারীদের।

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে আ. লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ


প্রত্যক্ষদর্শীরা আরও জানান, প্রায় ৩০-৩৫ মিনিট আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে পুলিশ এসে সড়ক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের সরিয়ে দেয়। কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দেয় বিএনপির নেতাকর্মীদের।

এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের কোনও ঘটনার সঙ্গে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ জড়িত নয়। এটা বিএনপির স্থানীয় অভ্যন্তরীণ ঝামেলা হতে পারে।’

পল্টনে ধাওয়া-পাল্টা ধাওয়া (ছবি: ফোকাস বাংলা) বিএনপির এক নেতা জানান, হামলার খবর সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের নিবৃত্ত করে। নয়াপল্টন এলাকায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।

পল্টনে ধাওয়া-পাল্টা ধাওয়া (ছবি: ফোকাস বাংলা) জানতে চাইলে পুলিশের মতিঝিল বিভাগের সিনিয়র সহকারী কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে একটু উত্তেজনা তৈরি হয়েছিল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।’

ছবি: নাসিরুল ইসলাম

 

/এএইচআর/এনএল/এসটিএস/ইউআই/এনআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দার আটক
ভারতের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আ.লীগকে আমন্ত্রণ বিজেপির
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!