X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ব্যবসায়ীরা কর্মসংস্থান তৈরি করতে পারছেন না: ইশতিয়াক রেজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৫

 

সৈয়দ ইশতিয়াক রেজা

ব্যবসার প্রসার না হওয়ায় ব্যবসায়ীরা সেভাবে কর্মসংস্থান তৈরি করতে পারছেন না বলে মন্তব্য করেছেন গাজী টেলিভিশনের এডিটর ইন চীফ সৈয়দ ইশতিয়াক রেজা। দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘অর্থনীতির সূচক কেন অধোমুখী?’ শীর্ষক বৈঠকিতে এ মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘৭.৮৬ শতাংশ প্রবৃদ্ধি যেটা বলা হচ্ছে, অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে সেটা কিন্তু অনেক বেশি। আমাদের মাথাপিছু আয়ও কিন্তু অনেক বেড়েছে। মাথাপিছু আয় ও প্রবৃদ্ধি হলো গড়ের হিসাব। এখানে প্রবৃদ্ধির হিসাব নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে সরকারের দ্বিমতও আছে। কিন্তু আমাদের চিন্তার জায়গা হচ্ছে- অনেকের চেয়ে আমরা ভালো। কিন্তু আমরা যে ভালো করছি তার প্রতিফলন কোথায়?  যদি কর্মসংস্থানের দিকে দেখা হয়-অনেকেই এটাকে কর্মহীন প্রবৃদ্ধি বলেন। বাংলাদেশের ব্যক্তিখাত যে একটা চরম চাপের মধ্যে আছে, সেটা তো ব্যবসায়ীরা নানা সময় বলছেন। ব্যক্তিখাতে সেই অর্থে কোনও প্রবৃদ্ধি নেই। শুধু ঋণ প্রবাহ না, ব্যবসায়ীরা কর্মসংস্থানও তৈরি করতে পারছেন না। কারণ তাদের ব্যবসার প্রসার সেভাবে হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আমাদের আয়-ব্যয়ের যে সমন্বয়হীনতা তৈরি হয়েছে সেখানে মাত্র একটা সূচক ভালো জায়গায় আছে। সেটা হলো প্রবাসী আয়। বাকি সবই তো বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী নিচের দিকে। এর মধ্যে বড় জায়গা হচ্ছে আমাদের রাজস্ব আদায়ের জায়গাটা। একটি নতুন ভ্যাট আইন আমরা করলাম। সেটাও আপস করতে করতে এমন সময় এসে করা হলো, সেটাও পুরোপুরি করতে পারেনি। আবার ভ্যাটের ওপর যে অতিমাত্রায় নির্ভরতা সেটাও তো সুশাসনের ইঙ্গিত দেয় না। কারণ এটা পরোক্ষ কর। প্রত্যক্ষ করের দিকে না গিয়ে পরোক্ষভাবে মানুষের কাছ থেকে টাকা তুলে নিচ্ছেন—এটাও একটি নিবর্তনমূলক অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে।’

তাহলে বেসরকারি খাতের বিনিয়োগ কোথায়- এমন প্রশ্ন তুলে সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘গত ১০ বছর ধরে জিডিপি’র প্রায় ২২-২৩ শতাংশ আটকে আছে। সরকারি বিনিয়োগ আছে ৮-৯ শতাংশ। ৩৫ শতাংশে নিতে বলা হচ্ছে, এতদিন ধরে সেটাও নিতে পারছে না। এই জায়গাটা একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে।’

বাংলা ট্রিবিউন বৈঠকি

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম এবং বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার গোলাম মওলা। রাজধানীর পান্হপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হয়।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
জ্যাকসের ব্যাটিং তাণ্ডবে গুজরাটকে উড়িয়ে দিলো বেঙ্গালুরু
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
‘বিএসটিআইর হালাল সনদ নিয়ে রফতানিতে কেউ বাধার সম্মুখীন হচ্ছেন না’
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
চট্টগ্রামসহ পাঁচ জেলার ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও অবাধ-সুষ্ঠু ভোট হবে: ইসি রাশেদা সুলতানা
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে