X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে ক্ষমতায় থাকা যাবে না: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩১আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫০

নাগরিক ঐক্যের মানববন্ধন কোনোভাবেই গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো যাবে না বলে সতর্ক করে দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ‘যদি এগুলো করে থাকেন, তাহলে ক্ষমতায় থাকা যাবে না। এমনিতেই আপনাদের ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। কারণ ভোটের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসেননি, ডাকাতি করে এসেছেন। এখন যদি মনে করেন জোর করে ক্ষমতায় থাকবেন তাহলে জনগণ বলতে বাধ্য, আমরা তোমাদের চাই না।’

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে শনিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক ঐক্য আয়োজিত  মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘এই সরকার দেশের ভেতরে যাদের ওপর নির্ভর করতো তারা কেউই নেই। বিদেশে যাদের ওপর নির্ভর করতো,তারাও কেউ নেই। যেনতেনভাবে তাদের সমর্থন দেখানোর জন্য তারা সবরকম অপচেষ্টা চালাচ্ছে। আমরা দেখছি প্রতিবেশী দেশ অশান্ত। দিল্লির দাঙ্গার খবর আপনারা পত্রিকা দেখেছেন। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা দাঙ্গাকারীদের সমর্থক না, তাদের বিরুদ্ধে।’

ভারতের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমরা বলতে পারি ভারতের মাটিতে অন্য ধর্মেরও মানুষদের প্রতি যদি নির্যাতন হয়, তাদের উপাসনালয়ে ভাঙা হয় তবে সেটার প্রতিবাদ করার ক্ষমতা আমরা রাখি। আমাদের সরকারের মন্ত্রীরা চামচা। কিছু হলে তারা বলেন, ওটা তো ভারতের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সবই অভ্যন্তরীণ ব্যাপার নয়। তাহলে জাতিসংঘ কেন প্রস্তাব দেয় আপনারা দুই দেশ বসে এটা সমাধান করুন। তারা কেন বলে, এখন গান্ধীর মতো মানুষ দরকার।’

তিনি আরও বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, আমরা বন্ধুত্ব চাই, কোনও নিগ্রহ চাই না। ধর্মের নামে খুনোখুনি আমরা কখনও পছন্দ করতে পারি না। এ বিষয়ে আমাদের সরকারের ভূমিকা থাকার কথা ছিল। কিন্ত তারা নীরব।’

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
তীব্র গরমে ক্রেতা সংকট, বন্ধ ফুটপাতের বেশিরভাগ দোকান
মে দিবস: রাজধানীতে জনসভা করবে জাতীয় শ্রমিক লীগ
দূরপাল্লার বাসের জানালার পাশের যাত্রীদের ব্যাগ-মোবাইল ছিনিয়ে পালিয়ে যেত হৃদয়!
সর্বশেষ খবর
খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হবে
খালেদা জিয়াকে আজ আবার হাসপাতালে নেওয়া হবে
বেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
হলদিয়া রাবার বাগানবেড়েছে রাবার উৎপাদন, আয় এক কোটি ১৭ লাখ টাকা
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১ মে, ২০২৪)
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কি অবস্থান পাল্টাচ্ছে?
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কি অবস্থান পাল্টাচ্ছে?
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত