X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নারী ও শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২০, ১৯:২৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৯:২৮




 করোনাভাইরাস মোকাবিলায় সমন্বিত প্রচেষ্টা চালানো এবং নারী ও শিশুদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম। সোমবার (৩০মার্চ) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখছি যে, করোনাভাইরা বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে ইতোমধ্যে ৪৮ জন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আমরা মনে করি, এটি ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে দেশে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে, যার ফলশ্রুতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের নারী ও শিশুরা। কারণ আমরা মনে করি, যেকোনও মহামারি নারী ও শিশুদের পেছনে ফেলে দেয়। তাই সম্মিলিতভাবে করোনা ভাইরাস প্রতিরোধ করা এবং এই সময় নারী ও শিশুদের চিকিৎসা সেবা এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য ‘জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম’র পক্ষ থেকে সরকারের কাছে কিছু দাবি ও আহবান জানানো হয়েছে।

ফোরামের সহযোগী ১৮৬টি সংগঠনের পক্ষে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম সম্পাদক নাছিমা আক্তার জলি বিবৃতিটি পাঠান।

বিবৃতি দাবি জানানো হয়, করোনাভাইরাসের ঝুঁকি মোকাবিলার জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন করুন এবং কর্মপরিকল্পনাটি বাস্তবায়নের জন্য বিশেষ তহবিল গঠন। করোনাভাইরাস আতঙ্কের কারণে প্রচুর নারী গৃহকর্মী ও পোশাক শিল্পে কর্মরত কয়েক লাখ নারী সাময়িকভাবে চাকরি হারাচ্ছেন। তাই এ সময় নারী গৃহকর্মী, দিনমজুর ও হতদরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে কিংবা স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য যোগানের ব্যবস্থা করা। সহজলভ্য উপায়ে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা করা, চিকিৎসা সেবার সক্ষমতা বাড়ানো এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এছাড়া করোনাভাইরাস মোকাবিলা করতে গিয়ে যেন আমাদের পুরো স্বাস্থ্যসেবা ভেঙে না পড়ে এবং আমাদের হাসপাতালগুলো যেন প্রসবকালীন জটিলতাসহ অন্য অসুস্থতা নিয়ে ভর্তি হওয়া নারীদের সঠিক সেবা দিতে পারে তা নিশ্চিত করা। বিদেশফেরত ও সন্দেহভাজন রোগীদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা। যারা কোয়ারেন্টিনে থাকবেন তাদের খাদ্যসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিতের দাবি জানানো হয়। করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক নেতাদের নিয়ে বিশেষ কমিটি গঠন করতে হবে এবং জনগণ যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে সেজন্য ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা যাতে জনগণের প্রাপ্য সব সুবিধা নিশ্চিত করে তা গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, মহামারির সময় নারী নির্যাতনের ঘটনা বেড়ে যায়। বেড়ে যায় বাল্যবিবাহের ঘটনাও। তাই এ সময় নারী নির্যাতন ও বাল্যবিবাহ রোধে বিশেষ নজরদারি বাড়ানো এবং কোথাও লিঙ্গভিত্তিক সহিংসতার ঘটনা ঘটলে দ্রুততম সময়ের মধ্যেই ভুক্তভোগীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানানো হয়। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হওয়াসহ আরও নানা নিষেধাজ্ঞার কারণে প্রভাব পড়ছে আমাদের শিশুদের দৈনন্দিন জীবনে। তাই হোম কোয়ারেন্টিনে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন সেবামূলক পদক্ষেপ নিন এবং করোনাভাইরাস কীভাবে শিশুদের জীবনকে প্রভাবিত করে, সেটি সঠিকভাবে বোঝানোর জন্য তাদেরকে সম্পৃক্ত করে কাউন্সেলিং কর্মসূচি গ্রহণ করতে হবে। এছাড়াও প্রতিবন্ধী নারী ও শিশুরা যাতে করোনাভাইরাসের কারণে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং সুরক্ষা পায় তা নিশ্চিত করতে হবে।

 

/এসএনএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
স্কটল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই ডেভি
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
‘জিম্মি হওয়ার পর শুধু এই দিনটির অপেক্ষায় থাকতাম’
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
বগুড়ায় নির্বাচনি ক্যাম্পে আ.লীগ কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ, থানায় মামলা
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
মুগদায় রিকশাচালকের মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো