X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সারাদেশে বাজারে অভিযান: সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২০, ২১:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ২১:৩২

সারাদেশে বাজার নজরদারিতে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একাধিক টিম। ছবিটি রাজধানীর একটি বাজারের।

মূল্যে কারসাজি ও নিত্যপণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা, ধার্যকৃত মূল্যের চেয়েও বেশিতে নিত্যপণ্য বিক্রয় করার দায়ে পাইকারি ও খুচরা বাজারে ১৭৮টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে ৫ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (২৭ এপ্রিল) সারাদেশে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপ পরিচালক মাসুম আরেফিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, প্রতিষ্ঠানটির মহাপরিচালক বাবলু কুমার সাহা’র সার্বিক নির্দেশনায়,পরিচালক (প্রশাসন ও অর্থ) শামীম আল মামুনের তত্ত্বাবধানে ও উপ-পরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের পরিচালনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে ৯৪টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা ক‌রে জ‌রিমানা করা হয়।

রাজধানীতে অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও  সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, রোজিনা আক্তার , ইন্দ্রানি রায়, মো. মাগফুর  রহমান, জান্নাতুল ফেরদৌস ও মাহমুদা আক্তার। এছাড়া ঢাকার বাইরে বিভাগগুলোতে উপ-পরিচালক ও জেলায় সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালিত হয়।

সারাদেশে বাজার নজরদারিতে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের একাধিক টিম। ছবিটি রাজধানীর একটি বাজারের।

মাসুম আরেফিন জানান,  আদা পেঁয়াজ রসুনসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য চলমান বাজার তদারকিতে ক্রমেই কমছে।

অভিযান প্রসঙ্গে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বাবলু কুমার সাহা বলেন, রমজানে ও করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে রাজধানী ঢাকাসহ সারাদেশে বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাইকারি হতে খুচরা পর্যায়ে কোনও অসাধু ব্যক্তি নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়াও নিত্যপণ্যের উৎপাদনকারী, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের নিত্যপণ্যের ক্রয় মূল্যের ভাউচার এবং মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করতে ও ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

 

/এসও/টিএন/
সম্পর্কিত
পরিকল্পনাবিহীন ডিগ্রি অর্জনের কারণে বেকার থাকতে হচ্ছে: সালমান এফ রহমান 
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, লক্ষাধিক টাকা জরিমানা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
সুন্দরবনে আগুন ছড়ানো রুখতে দেওয়া হয়েছে বেরিকেট
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী