X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সারাদেশে ১৬৭টি ব্যবসা প্রতিষ্ঠান‌কে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২০, ২৩:৩২আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ২৩:৩৫

 

ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি না করা, মূল্য তালিকা না টানানোসহ অন্যান্য অপরাধে সারাদেশের ১৬৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে পাঁচ লাখ ৫২ হাজার ২০০ টাকা জরিমানা ও আদায় করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সারাদেশে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয় বলে জানান প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুম আরেফিন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহার নেতৃত্বে দেশে ১০৬টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা করা হয়। 

প্রতিষ্ঠানটির পরিচালক (প্রশাসন) শামীম আল মামুনের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক মো মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল, রোজিনা সুলতানা, মাগফুর রহমান, ইন্দ্রানী রায় ও মাহমুদা আক্তার।

ঢাকা মহানগরীতে অধিদফতরের আট জন কর্মকর্তার নেতৃত্বে ২৩টি বাজারে (পাইকারি ও খুচরা) এ অভিযান পরিচালনা করা হয়। এছাড়া ঢাকার বাইরে বিভাগে উপপরিচালক ও জেলা সহকারী পরিচালকদের নেতৃত্বে ৮৩টি বাজারে অভিযান পরিচালিত হয়।

পাশাপাশি ঢাকা মহানগরীর ১৬টি স্থানে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় (ট্রাকসেল) তদারকি করা হয় এবং ভোক্তাদের সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে আহ্বান জানানো হয়। অভিযান প্রসঙ্গে বাবলু কুমার সাহা বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যমন্ত্রীর সার্বিক সহযোগিতায় ও নির্দেশনায় প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের পাইকারি ও খুচরা বাজার তদারকি করা হচ্ছে। সরবরাহের যেকোনও পর্যায়ে কোনও অসাধু ব্যক্তি নিত্যপণ্যের মূল্য ও মান নিয়ে কারসাজি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

/এসও/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ বন্ধকে ‘ডাল মে কুচ কালা’ বললেন ড. দেবপ্রিয়
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাঙামাটির দুর্গম কেন্দ্রগুলোতে যাচ্ছে নির্বাচনি সরঞ্জাম
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
রাতের আঁধারে ২৪ লাখ টাকা ও ১১ সহযোগীসহ নির্বাচনের প্রার্থী আটক
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র