X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পুলিশের সহায়তায় অন্তঃসত্ত্বা নারীর করোনা পরীক্ষা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২০, ২৩:১৭আপডেট : ০৭ মে ২০২০, ২৩:২৬




পুলিশের সহায়তায় করোনা পরীক্ষা করান অন্তঃসত্ত্বা নারী জ্বর, গলা ব্যথার মতো উপসর্গ থাকা বংশালের এক অন্তঃসত্ত্বা নারীর করোনা পরীক্ষা করাতে সহায়তা করেছে পুলিশ। বুধবার (৬ মে) নিজেদের গাড়িতে করে দুটি হাসপাতাল ঘুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরীক্ষার নমুনা দেওয়ার পর আবার ওই নারীকে বাসায় পৌঁছে দেন পুলিশ সদস্যরা। পুলিশের এমন মানবিক আচরণের তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ।

উপকমিশনার মাসুদুর রহমান জানান, বংশালের কসাইটুলির এক বাসিন্দার অন্তঃসত্ত্বা স্ত্রী জ্বর ও গলা ব্যথায় ভুগছিলেন। একাধিক হাসপাতালে যোগাযোগ করেও ভুক্তভোগী ব্যক্তি কোনও সমাধান না পেয়ে ফোনে লালবাগ বিভাগের উপকমিশনারকে জানান। খবর পেয়ে ডিসি লালবাগ তাৎক্ষণিক বিষয়টি বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকিরকে জানান। পরে থানার একটি গাড়ি জীবাণুমুক্ত করে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির বলেন, ওই নারীর পরিবারের সদস্যরা হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করেও কোনও সমাধান পাননি। পরে আমাদের জানানো হলে আমরা একটি গাড়ি প্রথমে জীবাণুনাশক স্প্রে করে প্রস্তুত করি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যোগাযোগ করে নিয়ে যাই। সেখানে করোনাভাইরাসের নমুনা সংগ্রহ শেষে ওই নারীকে ফের বাসায় ফিরিয়ে আানা হয় বলে জানান তিনি।

ওসি মো. শাহীন ফকির আরও বলেন, আমি ফোর্সকে সঙ্গে নিয়ে হাসপাতালে গিয়েছি। ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি থাকতে বলেন। কিন্তু সংক্রমিত হওয়ার ভয়ে তারা ভর্তি হতে চাননি। যেকারণে ওই নারীর নমুনা সংগ্রহ করার পর আমরা আবার তাকে বাসায় ফিরিয়ে এনেছি।

চলতি মাসের ১৭-১৮ তারিখ ওই নারীর সন্তান জন্মদানের সম্ভাব্য তারিখ রয়েছে। করোনা পরীক্ষার ফলাফল এখনও আসেনি। সন্তান জন্মদানের সময়ও ওই নারী পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন ওসি শাহীন।

 

/আরজে/টিটি/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
মুগদায় তীব্র গরমে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু