X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

লাজ ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ২৯ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২০, ২০:৫০আপডেট : ১৩ জুলাই ২০২০, ২০:৫৩

লাজ ফার্মায় মেয়াদোত্তীর্ণ ওষুধ, ২৯ লাখ টাকা জরিমানা

রাজধানীর কাকরাইলে লাজ ফার্মায় মেয়াদোত্তীর্ণ, আমদানি নিষিদ্ধ ও অনুমোদনহীন ওষুধ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় লাজফার্মা থেকে ৫০ ধরনের প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে র‌্যাব-৩ এর একটি দল লাজ ফার্মার কাকরাইল শাখায় অভিযান চালায়। অভিযান চলাকালে ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু অভিযান ও জরিমানার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সম্প্রতি দুই জন ভিকটিম লাজ ফার্মা থেকে মেয়োদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির বিষয়ে অভিযোগ করেন। ওই অভিযোগের সত্যতা যাচাইয়ের পর সোমবার লাজ ফার্মার কাকরাইল শাখায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লাজ ফার্মা থেকে ৩০ লাখ টাকা মূল্যমানের ৫০ ধরনের ওষুধ জব্দ করা হয়েছে। জব্দ করা ওষুধগুলোর মধ্যে কিছু মেয়াদোত্তীর্ণ এবং কিছু ওষুধ আমদানি নিষিদ্ধ এবং অনুমোদনহীন। ভ্রাম্যমাণ আদলতের কাছে অপরাধ স্বীকার করায় লাজ ফার্মার কাকরাইল শাখার ম্যানেজার রতন সরকার, সহকারী ম্যানেজার আমিরুল ইসলাম, সিনিয়র সেলসম্যান আল মামুন, সুপারভাইজার মামুনুর রশিদ, জুনিয়র সুপারভাইজার হৃদয় সরকারকে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জুনিয়র সেলসম্যান রুবেল হোসেন ও মোস্তাকিন নাজিমকে ২ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব কর্মকর্তারা জানান, লাজ ফার্মায় মেয়াদোত্তীর্ণ পণ্যে নকল সিল মারার প্রমাণ পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে তারা মেয়াদোত্তীর্ণ পণ্যে নকল সিল মেরে বিক্রি করে আসছিল। অভিযানের সময় উপস্থিত ইস্কাটন রোডের বাসিন্দা ব্যবসায়ী হুমায়ুন আহমেদ জানান, রবিবার (১২ জুলাই) দুপুরে তিনি স্নাক ব্র্যান্ডের একটি পাউডার কিনে বাসায় গিয়ে দেখতে পান আসল  মেয়াদোত্তীর্ণ সিলের ওপর নকল সিল লাগানো। পরে হাত দিয়ে ঘষা দিতেই নকল সিল উঠে আসল মেয়াদোত্তীর্ণ সিল বেড়িয়ে আসে। সঙ্গে সঙ্গে তিনি র‌্যাবের কাছে অভিযোগ করেন। তিনি বলেন, ‘মানুষ লাজ ফার্মাকে অনেক বিশ্বাস করে। লাজ ফার্মার মতো প্রতিষ্ঠান এমন প্রতারণা করতে পারে, তা তিনি ভাবতেই পারেননি।’

 

/এনএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল