X
শনিবার, ২৮ জুন ২০২৫
১৪ আষাঢ় ১৪৩২

কুয়েতে সাজাপ্রাপ্ত ‘শীর্ষ’ মানবপাচারকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২০, ১৭:৪৬আপডেট : ১৯ আগস্ট ২০২০, ১৮:১৮

গ্রেফতার আমির হোসেন ওরফে সিরাজ উদ্দিন বিদেশি একটি গোয়েন্দা সংস্থার তথ্যে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা ও কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন ওরফে সিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ  (সিআইডি)। বুধবার (১৯ আগস্ট) সিআইডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট সিআইডির একটি টিম বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে নরসিংদীর মাধবদী থেকে আমীর হোসেন ওরফে সিরাজউদ্দিনকে গ্রেফতার করে। সে কুয়েতে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত।

বিদেশি একটি গোয়েন্দা রিপোর্টে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চার জন কুখ্যাত মানবপাচারকারী দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মানবপাচার করে আসছিল। এ চক্রের সদস্যদের হাতে ৯ শতাধিক ভিকটিম কুয়েতে পাচারের শিকার হয়। জন প্রতি ছয় লাখ বা তার বেশি টাকার বিনিময়ে তারা ভিকটিমদের কুয়েতে পাচার করে। উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে কুয়েতে পাচারের পর ভিকটিমদের ওপর নেমে আসে দুর্বিষহ জীবন। প্রতারিত বাংলাদেশি নাগরিকরা কুয়েতে কোনও কাজের সন্ধান পাননি। বরং সেখানে খাদ্য ও বাসস্থান সংকটে উদ্বাস্তু অবস্থায় কুয়েতের রাস্তায়- রাস্তায় ঘুরে বেড়াতে হয় তাদের।

চক্রটি কুয়েতে ভিকটিমদের বন্দি করে তাদের অসহায়ত্বের সুযোগ গ্রহণ করে। এছাড়া জাল-জালিয়াতির মাধ্যমে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উল্লেখিত ভিসাগুলো নেওয়া হয়েছে মর্মে সূত্রের মাধ্যমে জানা যায়।

এদের মধ্যে কয়েকজন ভিকটিম কুয়েতের সরকারি এজেন্সি ও জনশক্তি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তারা বিষয়টি তদন্ত শুরু করে। কুয়েত এজেন্সি তদন্তে চক্রটির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজে পায় এবং অভিযোগের ভিত্তিতে কুয়েতের আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। পরবর্তীতে এ চক্রের এক কুয়েতি ও তিন বাংলাদেশি সদস্যের বিরুদ্ধে কুয়েতের আদালত অভিযোগ আমলে নেয়।

ইতোমধ্যে উল্লেখিত আদালত তিন বাংলাদেশির বিরুদ্ধে তিন বছর কারাদণ্ড ও অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা দেন। এ চক্রের অন্যতম সদস্য সেই কুয়েতি নাগরিক ছয় বছরের সাজাপ্রাপ্ত হয়ে কুয়েতে কারা ভোগ করছে। তবে বাংলাদেশি তিন মানব পাচারকারী দেশে পালিয়ে আসতে সক্ষম হয়।

এ বিষয়ে আরও তথ্যের জন্য আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। পাশাপাশি এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের জন্য সিআইডির প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানানো হয়েছে।

 

 

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওদের ফুটবল সেন্স খুবই ভালো কিন্তু... 
ওদের ফুটবল সেন্স খুবই ভালো কিন্তু... 
সাংবাদিক-মানবাধিকারকর্মীদের ওপর সহিংসতা নিয়ে ভয়েসের প্রতিবেদন
সাংবাদিক-মানবাধিকারকর্মীদের ওপর সহিংসতা নিয়ে ভয়েসের প্রতিবেদন
ময়মনসিংহে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুজন গ্রেফতার
ময়মনসিংহে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুজন গ্রেফতার
বিএনপি কর্মীর ওপর হামলা: ই-অরেঞ্জের সিইও রিমান্ডে
বিএনপি কর্মীর ওপর হামলা: ই-অরেঞ্জের সিইও রিমান্ডে
সর্বাধিক পঠিত
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ
খুলনা প্রেসক্লাবে প্রেস সচিবকে ঘেরাও করে বিক্ষোভ
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
বিমানে যুক্ত হচ্ছে আরও দুটি এয়ারক্র্যাফট, যাচ্ছেও ২টি
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
ভাঙা হলো বিজয় সরণির ‘মৃত্যুঞ্জয়ী প্রাঙ্গণ’, হবে জুলাই স্মরণে ‘গণমিনার’
জুলাইয়ের প্রথম সপ্তাহে আবারও টানা ৩ দিনের ছুটি
জুলাইয়ের প্রথম সপ্তাহে আবারও টানা ৩ দিনের ছুটি
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য
খিলক্ষেতে মণ্ডপ উচ্ছেদ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য