X
সোমবার, ০৬ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারেক আলী আর নেই

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৪

জিয়াউদ্দিন তারেক আলী মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি ও এক্সপ্রেশনস লিমিটেডের উদ্যোক্তা পরিচালক জিয়াউদ্দিন তারেক আলী আর নেই। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান তিনি। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ব্যবস্থাপক (কর্মসূচি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিয়াউদ্দিন তারেক আলী করোনায় আক্রান্ত ছিলেন। সে কারণে বড় পরিসরে তার শেষ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করা সম্ভব নয়। সোমবার বিকেল ৪টায় আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সীমিত আকারে তাকে শ্রদ্ধা জানানো হবে। 

জিয়াউদ্দিন তারেক আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক বার্তা দিয়েছেন এক্সপ্রেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রামেন্দু মজুমদার। বার্তায় গভীর শোক ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়। বার্তায় আরও জানানো হয়, করোনা পজিটিভ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ সকালে তার কার্ডিয়াক অ্যাটাক হয়।

এদিকে জিয়াউদ্দিন তারেক আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বাঙ্গালী জাতি জিয়াউদ্দিন তারেক আলীর অবদান আজীবন মনে রাখবে। 






তিনি আরও যোগ করেন, ভারতের সাবেক প্রেসিডন্ট প্রণব মুখার্জির মৃত্যুতে সংসদে শোক প্রকাশ করে ভালো কাজ করেছে সরকার। সাম্প্রতিক সময়ে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা, মহান মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল চিত্ত রঞ্জন (সি আর) দত্ত ও মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী। অথচ তাদের মৃত্যুতে জাতীয় সংসদে কোনও শোক প্রস্তাব পাশ করা হয়নি। যা অত্যন্ত দুঃখের। আশা করছি চলতি সংসদ অধিবেশনে জাতীর এই শ্রেষ্ঠ তিন সন্তানকে স্মরণ করা হবে এবং শোক প্রস্তাব গৃহীত হবে।

উল্লেখ্য, জিয়াউদ্দিন তারেক আলীর জন্ম ১৯৪৫ সালে। লাহোর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন তিনি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। অংশ নেন বাংলাদেশ সহায়ক সমিতির উদ্যোগে গড়ে ওঠা মুক্তিসংগ্রামী শিল্পী সংস্থার উদ্দীপনামূলক সংগীত ও বিভিন্ন অনুষ্ঠানে। ওই সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে তৈরি তথ্যভিত্তিক চলচ্চিত্র ‘মুক্তির গান’-এর সঞ্চালকও তিনি। মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনের সমন্বয়কও ছিলেন তিনি। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
লখনউকে বড় হারের লজ্জা দিয়ে শীর্ষে কলকাতা
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
ন্যাশনাল ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ গঠন, নিয়োগ পেলেন ১০ জন 
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
স্বস্তির জয়ে শিরোপার লড়াইয়ে ফিরলো লিভারপুল
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
সব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী
জিজ্ঞাসাবাদ শেষে ডিবি হারুনসব জেনেও পুলিশকে কিছু জানাননি মিল্টনের স্ত্রী