X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ১১:১১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১১:১১

মোটরসাইকেল দুর্ঘটনা রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় ইলিয়াস ভূঁইয়া (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ইলিয়াস মিয়া (৪৫) নামে অপর আরোহী। রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে হানিফ ফ্লাইওভারের ঢালে কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য জানান।

ওসি বলেন, ‘গতরাতে কাজলায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইলিয়াস ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। নিহতের মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরেকজন হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন। দুই জনের মধ্যে একজন সরকারি কর্মকর্তা বলে জানা গেছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’

জানা গেছে, নিহত ইলিয়াস ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তার স্ত্রী নাম কানিজ ফাতেমা মনি। সাত ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন বড়। তিনি বর্তমানে রমনা সার্কিট হাউজ থাকতেন।

আহত ইলিয়াস মিয়ার গ্রামের বাড়ি নরসিংদীতে। বর্তমানে যাত্রাবাড়ীতে থাকতেন তিনি। তিনি সরকারি চাকরি করেন।

ইলিয়াস মিয়ার আত্মীয় সায়েম জানান, সংবাদ পেয়ে তারা হাসপাতালে এসেছেন। তিনি বলেন, ‘আহতের বাসা যাত্রাবাড়ী এলাকায়। ধারণা করা হচ্ছে, রাতে বাসায় ফেরার পথে ঘটনার শিকার হয়েছেন তারা।’

 

/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
জেসি অনভিজ্ঞ বলেই আপত্তি ছিল মোহামেডান-প্রাইম ব্যাংকের
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু