ঢাকায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কুয়েতের জাজিরা এয়ারওয়েজ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটে কুয়েত থেকে উদ্বোধনী ফ্লাইট ঢাকায় আসার কথা। শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টায় যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাবে ফ্লাইটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এয়ারলাইন্সটি।
কুয়েত ও ঢাকা রুটে বিমান চলাচলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে যাত্রী নেবে জাজিরা এয়ারওয়েজ। এয়ারবাস এ৩২০ নিও উড়োজাহাজের মাধ্যমে যাত্রী পরিবহন করবে এয়ারলাইন্সটি। সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে জাজিরা।
জাজিরা এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা রোহিত রামচন্দ্রন বলেন, ‘আমরা যেসব কঠিন সময় কাটিয়েছি, তা কাটিয়ে উঠে ঢাকা যাওয়ার জন্য একটি পথ উন্মুক্ত করতে পেরে অত্যন্ত আনন্দিত। আমরা এই মুহূর্তে আমাদের নেটওয়ার্ককে প্রসারিত করতে সক্ষম হয়েছি। এর মাধ্যমে বোঝা যায় আমাদের বিমান সংস্থার শক্তি। আমরা এখন প্রত্যক্ষ সার্ভিস দিয়ে কুয়েতে বাংলাদেশিদের সেবা করতে সক্ষম হয়েছি এবং ভবিষ্যতে আমাদের ফ্রিকোয়েন্সি বাড়ানোর প্রত্যাশা রাখছি।’
বাংলাদেশে এয়ারলাইন্সটির জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) হিসেবে দায়িত্ব পেয়েছে গ্যালাক্সি গ্রুপ। গ্যালাক্সি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ বলেন ‘আমরা জাজিরা এয়ারওয়েজের সঙ্গে অংশীদারিত্ব করে আনন্দিত। আমরা কুয়েতে ফ্লাইটের জন্য বিশাল সুযোগ দেখতে পাচ্ছি। আমাদের গ্রাহকদের সৌদি আরব এবং এই অঞ্চলের অন্যান্য গন্তব্যের সঙ্গে সংযুক্ত করছি।’