X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ক্যানভাসে এক যুগলের দুই চিন্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২০, ২২:৫০আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২২:৫৯

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পী ও অতিথিরা এইচ এম ঢালি তমাল ও ফারজানা রহমান ববি শিল্পী দম্পতি। রঙ, তুলি, ক্যানভাস নিয়ে পাশপাশি কাজ করলেও একসঙ্গে প্রদর্শনী এবারই প্রথম। যুগলবন্দি হলেও চিন্তা ও প্রকাশে রয়েছে ভিন্নতা। এই ভিন্নতার কারণেই তাদের এই প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘থট-২’।

রাজধানীর লালমাটিয়ার গ্যালারি শিল্পাঙ্গণে ৯ দিন ব্যাপী এই প্রদর্শনী চলছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন স্বনামধন্য চিত্রশিল্পী শিশির ভট্টাচার্য। সাংবাদিক রুমি নোমানের সঞ্চলনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতিকবি ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল, সমালোচক শিল্পী জাবেদ জলিলসহ আরও অনেকে।

শিল্পী এইচ এম ঢালি তমালের শিল্পকর্ম নিজের কাজ নিয়ে শিল্পী তমাল বলেন, ‘করোনাকালীন সময়ে ঘরেই ছিলাম, যেহেতু প্রিন্ট মিডিয়ামে কাজ করতাম, তাই আমি কলমের মাধ্যমে বিভিন্নভাবে কাজ করেছি। বিষয়গুলো হচ্ছে একটা অনুভূতি। এক ধরনের একাকীত্ব, শুন্যতার মধ্যে ভাবতে ভাবতে ভাবনাটি শৈশবকাল, বেড়ে ওঠার জায়গা, গ্রাম, বাড়ির সামনে বিলের চিত্র। প্রতিনিয়ত মানুষ যে কাজগুলো করে, সেগুলোই আমার কাজের মধ্যে আসছে। এখানে প্রাণি হিসেবে এসেছে ছাগল-কাক। আমার শৈশবকালের জায়গাগুলো আমার খুবই চেনা। আমি সেগুলো ধারণ করি। মানুষের জীবন যাপনের সঙ্গে প্রকৃতির যে একটা সম্পর্ক সেটি আমি প্রত্যক্ষ করেছি।’

অন্যদিকে শিল্পী ববি অনেকটা আত্মকেন্দ্রিক। প্রকৃতির রূপ রহস্য তিনি এক অপূর্ব স্বপ্নলোকের ভেতর দিয়ে আস্বাদন করেন। শিল্পী তার সেই চিন্তাও সেই বিমূর্তলোকের চরিত্র বহন করে। তার এসব নিয়ে সিরিজ কাজের নাম দিয়েছেন আফটার দ্য রেইন, রিইনকার্নেশন, রূপান্তর, আন্ডার দ্য ওয়াটার। তার সিরিজ কাজে আছে শুধু রং আর তুলির খেলা।

শিল্পী ফারজানা রহমান ববির শিল্পকর্ম ববি বলেন, ‘আমি বেশিরভাগই প্রকৃতি নিয়ে কাজ করেছি। গাছ , মাটি, পানি নিয়েই আমি কাজ করে থাকি। এবার আমি বেশি জল, বৃষ্টির পর মুহূর্ত- এধরনের কাজগুলো বেশি করেছি। আমরা স্বামী-স্ত্রী দুই জনের কাজ ভিন্ন এবং চিন্তা এবং প্রকাশও ভিন্ন। সেজন্যই প্রদর্শনীর নাম থট-২।’

প্রদর্শনীতে শিল্পী যুগলের ৬৯টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনী চলবে ২৪ অক্টোবর পর্যন্ত। বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

/এসও/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
‘খালেদা জিয়া গণতন্ত্রের জন্য যুদ্ধ করতে করতে মৃত্যুর মিছিলে শামিল হয়েছেন’
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
পশ্চিমবঙ্গ জয়ে এবার মোদির ত্রিপুরী সেনা!
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে