X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
রোহিঙ্গা সমস্যা

মিয়ানমারকে তোয়াজ না করে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ২২:৫৮আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২৩:৩৯

মিয়ানমারকে তোয়াজ না করে জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে তোয়াজ না করে আরও বড় ভূমিকা রাখার জন্য শক্তিশালী দেশ ও জাতিসংঘকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ শরণার্থী সংস্থা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম এই আহ্বান জানান।

বাংলাদেশের হতাশা ব্যক্ত করে তিনি বলেন, 'তিন বছর রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার পরে বাংলাদেশের যে বার্তাটি দেওয়ার দরকার ছিল, সেটি আমরা দিতে পেরেছি।'

বাংলাদেশ শক্ত বার্তা দিচ্ছে জানিয়ে তিনি বলেন, 'কারণ আমরাই জানি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য আমাদের কী ক্ষতি হচ্ছে, ভবিষ্যতে কী ঝুঁকি তৈরি হতে পারে। বেশি দেরি হওয়ার আগে এই বার্তাটি দিতে হবে, সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু বার্তা দিলেই হবে না, এর পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়া যদি না আসে বাংলাদেশ নিজের মতো করে সিদ্ধান্ত নেবে।'

তিনি বলেন, 'জাতিসংঘ মিয়ানমারকে যথেষ্ট চাপ দিচ্ছে না এবং চাপ প্রয়োগের জন্য যথেষ্ট কার্যক্রম নিচ্ছে না বলে আমরা মনে করি এবং এটি আমরা জানিয়েছি। যেসব রাষ্ট্র মিয়ানমারের ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত তাদের আহ্বান করে বলেছি, তারা যেন সম্পর্কের গভীরতা ব্যবহার করেন মিয়ানমারকে বোঝাতে।'

অনেক রোহিঙ্গা পরিবার ভাসানচরে যেতে চায় জানিয়ে তিনি বলেন, 'আমরা তাদের জোর করে নিয়ে যাবো না। ২০১৭ সালের অনেক আগে যারা এসেছে, তারা হয়তো ভাসানচরে যেতে পারলে খুশি হবে।'

মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য সব দেশের উদ্যোগ নেওয়া উচিত জানিয়ে তিনি বলেন, 'জাতিসংঘকে আরও শক্ত ও দৃঢ় ভূমিকা রাখতে হবে এবং মিয়ানমারের বন্ধুরাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। এ ধরনের বৈঠক আরও হয়েছে কিন্তু ফলপ্রসূ হয়নি। নিরাপত্তা পরিষদে যে সর্বসম্মতির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকে, সেটি আটকে যায়।'

এদিকে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি স্টিফেন বিগেন বলেন, 'রোহিঙ্গা সমস্যা সমাধানে কফি আনান কমিশনের রিপোর্টে পূর্ণ বাস্তবায়ন দরকার।' প্রত্যাবাসনের দায়িত্ব মিয়ানমারের এবং এর জন্য শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন দরকার বলে মনে করেন বিগেন।

রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন সংস্থাকে অবারিত সুযোগের ওপর জোর দিয়ে তিনি বলেন, 'মিয়ানমার সরকারকে এই সুযোগ দিতে হবে, যাতে করে জাতিসংঘসহ অন্যরা ওই অঞ্চলে কাজ করতে পারে।'
অনুষ্ঠানে বিগেন ২০ কোটি ডলার বাড়তি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

একইভাবে রোহিঙ্গাদের জন্য বাড়তি প্রায় পাঁচ কোটি পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্যের মন্ত্রী লর্ড উইম্বেলডন।

/এসএসজেড/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
তাবেলা সিজার হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও মোটরসাইকেলের মালিকরাও খালাস পেলেন
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
অর্থবছর শেষে খাদ্য মজুত বেড়েছে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
মায়ের মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দিলেন দুই মেয়ে
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
‘মেগাস্টার’ বিতর্ক: আত্মপক্ষ সমর্থনে জাহিদ হাসান
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল